সংবাদ সংস্থা মুম্বই: সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই বড় প্রজেক্ট, বিতর্ক আর ধামাকা। আর এবার সেই ধামাকার কেন্দ্রে দু’দুজন তারকা—আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ফিসফাস, সন্দীপ ভাঙ্গার পরবর্তী ছবিতে যাঁকে লিড হিসেবে আগেই সই করানো হয়েছিল, দীপিকার পর সেই আল্লু অর্জুনকেও নাকি এখন চুপচাপ বাদ দেওয়া হয়েছে! তাঁর জায়গায় কেহ্ন ভাবা হচ্ছে জুনিয়র এনটিআর-কে।
এই খবর আসে ঠিক তার পরেই, যখন দীপিকা পাড়ুকোনকে নিয়ে অন্য একটি বিতর্ক তুঙ্গে। শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ছবির থেকে দীপিকাকে ছেঁটে ফেলা হয়েছে সময় ও পারিশ্রমিক সংক্রান্ত মতানৈক্যের কারণে। দীপিকা নাকি কাজের সময়সীমা খানিক ছোট রাখতে চেয়েছিলেন, সেই সঙ্গে ছবির লভ্যাংশ থেকেও তাঁর কিছু দাবি ছিল। এসব শর্ত মেনে নিতে কোনওভাবেই রাজি হননি পরিচালক।
এরপরেই ভাঙ্গা এক্স (পূর্বে টুইটার)-এ স্পষ্ট আক্রমণ শানিয়ে লেখেন, “আমি যখন কোনও অভিনেতাকে গল্প বলি, ১০০% বিশ্বাস করি। সেটা একরকম ‘অলিখিত চুক্তি’। কিন্তু তুমি যেটা করেছো, তাতে তুমি নিজেকে স্পষ্ট করে ফেলেছো।” তিনি আরও বলেন, “তুমি বোঝোনি। বুঝবে না। কোনওদিনই বুঝবে না।” দীপিকার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি নাকি এক তরুণ অভিনেতাকে সরিয়ে দেওয়ার খেলায় নেমেছিলেন।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন শীঘ্রই জুটি বাঁধছেন জওয়ান ছবিখ্যাত পরিচালক অ্যাটলির পরবর্তী বিগ বাজেট প্রজেক্টে—যার প্রাথমিক নাম ‘এএ২২xএ৬’। শোনা যাচ্ছিল, এটি দু’নায়কের গল্প। কিন্তু আল্লু অর্জুনের সহকারী দলের তরফে জানানো হয়েছে, আল্লু-ই নাকি এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন!
অ্যাটলির এই প্রজেক্ট শুরু হবে ২০২৫-এর মাঝামাঝি, আর মুক্তি পাবে ২০২৬-এ। তবে আল্লু ও দীপিকাকে নিয়ে ভাঙ্গার এই আচমকা সিদ্ধান্তের পরে এই নতুন ছবি নিয়েও তৈরি হয়েছে তুমুল কৌতূহল।
