নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার পরিচিত মুখ আদৃত রায়কে এখন পর্দায় দেখা না গেলেও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। সোশ্যাল মিডিয়ায় আজও রয়েছে তাঁর ফ্যান পেজ। নায়কের ফেরার খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। জানা গিয়েছিল বড়পর্দায় ফিরছেন আদৃত। 'পাগল প্রেমী' নামক একটি ছবির শুটিংও শুরু করেছিলেন তিনি। কিছু নানা বচসার কারণে এখন বন্ধ ছবির কাজ। 


কিন্তু এবার খবর, ফের নাকি ছোটপর্দার ধারাবাহিকেই ফিরছেন আদৃত। টলিপাড়ার অন্দরমহলের খবর এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিকের জন্য ভাবা হচ্ছে আদৃতকে। একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে এবার দর্শকের মন জয় করতে প্রস্তুত নায়ক। কিন্তু তাঁর বিপরীতে কাকে দেখা যাবে? এই নিয়েও চলছে জল্পনা। সেই সঙ্গে উঠে আসছে বেশকিছু পরিচিত মুখের নামও। 


সূত্রের খবর, এবার আদৃতের বিপরীতে দেখা মিলতে পারে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের। দর্শক শেষ তাঁকে জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে 'আলো'র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও শুধু ছোটপর্দাই নয়, ওটিটির দুনিয়ায়ও নিজের পরিচিতি গড়ে তুলেছেন নায়িকা। তবে ফের ধারাবাহিকে ফেরার প্রসঙ্গে, আজকাল ডট ইন-কে স্বীকৃতি জানান, এখনই ধারাবাহিকে ফিরছেন না তিনি। এমনকী আদ্রিতের বিপরীতে কাজ করার প্রসঙ্গও অস্বীকার করেন অভিনেত্রী।