নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন স্বীকৃতি মজুমদার। একের পর এক ধারাবাহিকে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। শুধু ধারাবাহিকই নয়, ওটিটি দুনিয়ায়ও তিনি নিজের জায়গা পাকা করেছেন। এবার নতুন ইনিংস শুরু করলেন নায়িকা।

 

 

সূত্রের খবর, এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে স্বীকৃতির। মৈনাক ভৌমিকের আগামী ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। ফের রহস্যের ছায়া নামবে পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে। নাম 'বিষণ্ণ'। এই ছবির প্রযোজনায় 'নন্দী প্রোডাকশন হাউস'। জানা যাচ্ছে, ছবির গল্পে ফুটে উঠবে একজন সাধারণ মানুষের জীবন। কীভাবে ছিমছাম একজন ব্যক্তির জীবন ঘটনাচক্রে জড়িয়ে যাবে অপরাধ জগতের সঙ্গে সেই নিয়েই এগোবে গল্প। 

 

 

গল্পের মোড়ে ওই ব্যক্তি বেছে নেবেন অপরাধ জগতকেই। এরপরেই ঘুরে যাবে গল্প। টলিপাড়ার কানাঘুষো, এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা লোকনাথ দেকে। এছাড়াও গল্পে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে চলেছে চন্দন সেনকে। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার এক ঝাঁক তারকাকে। 

 


দেখা যেতে পারে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুব্রত দত্ত, পায়েল সরকার, ঈশান মজুমদার ও প্রসূন সাহাকে। ইতিমধ্যেই, কলকাতার আনাচেকানাচে হয়ে গিয়েছে ছবির শুটিং। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে 'বিষণ্ণ'।