রোজকার রুটিন মেনেই চলছিল ধারাবাহিকের শুটিং। কিন্তু কাজের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী রণিতা দাস। মঙ্গলবার আউটডোর শুটিং চলাকালীন আচমকাই তীব্র মাথাব্যথা শুরু হয় তাঁর। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠলে শুটিং বন্ধ করে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন রণিতা। অভিনেত্রীর সহকারী জানান, মাইগ্রেনের কারণেই তাঁর মাথাব্যথা শুরু হয়, যার সঙ্গে পরে বমির সমস্যাও দেখা দেয়। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং এখন বিপন্মুক্ত। তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো অবস্থায় নন। চিকিৎসকদের মতে, আরও কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে, সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই অবস্থায় আপাতত শুটিংয়ে ফেরা সম্ভব নয় রণিতার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।
রণিতা অভিনীত ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকটি মাত্র মাসখানেক হল শুরু হয়েছ। এখানে প্রাথমিক ভাবে একজন সিঙ্গল মায়ের চরিত্রে দেখা যাচ্ছিল রণিতাকে। স্বামীর অত্যাচারে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায় সে। এই কঠিন দিনে যে ওর পাশে দাঁড়িয়েছিল, আশ্রয় দিয়েছিল সম্প্রতি বাচ্চাটির কথা ভেবে সেই ব্যক্তি রণিতাকে বিয়ে করেছে। কিন্তু তারপরেও কমছে না জটিলতা। উপরন্তু, বেড়েই চলেছে। শেষ পর্যন্ত গল্প কোন দিকে এগোয় এখন সেটাই দেখার। টিআরপি তালিকাতেও ভাল জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। সন্ধ্যা সাতটা নাগাদ সম্প্রচারিত হয় এই মেগা।
কেরিয়ারের একেবারে শুরুতেই রণিতা বিপুল সাফল্যের স্বাদ পান। ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে বাহামণি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন। তবে সেই জনপ্রিয় ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁর কেরিয়ারে কিছুটা স্থবিরতা আসে। দীর্ঘ সময় পর্দা থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। মাঝে কয়েকটি ছবি ও ওয়েব সিরিজে দেখা গেলেও সেভাবে আলাদা করে নজর কাড়তে পারেননি তিনি। তবে বর্তমানে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের হাত ধরে ফের সাফল্যের পথে ফিরেছেন রণিতা, আর এই কাজের মাধ্যমেই আবারও দর্শকমহলে নিজের অবস্থান শক্ত করছেন অভিনেত্রী।
রণিতার এই সাময়িক অনুপস্থিতি ধারাবাহিকের গল্পে কোনও প্রভাব ফেলবে কি না, কিংবা চিত্রনাট্যে আসবে কি কোনও নতুন মোড়, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত সকলের নজর অভিনেত্রীর দিকে। সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই রণিতার দ্রুত আরোগ্য কামনা করছেন।
