নিজস্ব সংবাদদাতা: সান বাংলার ধারাবাহিক রমরমিয়ে চলছে ‘আকাশ কুসুম’। এই ধারাবাহিকে এক মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয়ে ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ছেন অভিনেত্রী রাজরানি দাস । 

 

ধারাবাহিকে রাজরানি অভিনীত চরিত্রটির নাম 'সোহিনী'। বাবার মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে সে। তিনি জানালেন, ধারাবাহিকের মূল গল্পের একেবারে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে চরিত্রটি। তবে ঠিক কোন দিকে এগোবে গল্প, এখনই সেকথা বলতে নারাজ অভিনেত্রী । 

 

'সোহিনী'কে নিয়ে রাজরানি আরও বললেন, “একটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই চরিত্রটি । একসময় যথেষ্ট প্রতিপ্রত্তিশীল ছিল তাদের পরিবার। কিন্তু তারপর তার বাবার মৃত্যু হয় সঙ্গে এমন কিছু দুর্ঘটনা ঘটে, যার ফলে মানসিক ভারসাম্য হারায় সে । তার কাছে একটা পুতুল থাকে সবসবয় যাকে নিজের বাবা মনে করে মেয়েটি । কিন্তু কোন ঘটনায় এমন অবস্থায় পৌঁছায় আমার এই চরিত্র, সেটা জানতে 'আকাশ কুসুম' দেখতে হবে । এটুকু বলতে পারি, অভিনেত্রী হিসাবে আমার জন্য এই চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। অপরাজিতা আঢ্য অভিনীত 'পরি' চরিত্রটার ম্যানারিজম মাথায় রাখি চরিত্রটিতে অভিনয় করার সময়। অনেকটা সাহায্য করে 'পরি'। তবে হ্যাঁ, অবশ্যই নিজের আঙ্গিকে 'সোহিনী'কে সাজিয়ে তুলতেই আমি বেশী বিশ্বাসী। কী পরিণতি হয় এই চরিত্রের তা দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি ।”