টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

'নাগিন' হবেন কে?


টেলিভিশনের জনপ্রিয় 'সুপারন্যাচরাল' ধারাবাহিক 'নাগিন' আবার ফিরতে চলেছে তার সপ্তম সিজন নিয়ে। একতা কাপুরের এই হিট ফ্র্যাঞ্চাইজি বরাবরই দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে এসেছে। এবার নতুন সিজনের মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। মৌনি রায় থেকে শুরু করে নিয়া শর্মা, সুরভী জ্যোতি কিংবা তেজস্বী প্রকাশ— প্রত্যেকেই নিজেদের মতো করে নাগিন চরিত্রে গভীর ছাপ রেখে গিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তার লুক ও পর্দার উপস্থিতি নাগিন চরিত্রকে একেবারে নতুন মাত্রা দেবে। জানা যাচ্ছে নতুন সিজনের কাহিনি আগের থেকে অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে। আগের সিজনগুলোতে দর্শকরা প্রতিশোধ, প্রেম ও রহস্যের দারুণ মিশেল পেয়েছিলেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশা। একতা কাপুরের প্রযোজনায় নাগিন বরাবরই টিআরপি তালিকায় শীর্ষে থেকেছে। দর্শকের মধ্যে এই শো-এর প্রতি আলাদা এক আবেগ রয়েছে। তাই প্রিয়াঙ্কার এন্ট্রি নিঃসন্দেহে এই ধারাবাহিকে নতুন মাত্রা আনবে। 

 

দিশার আত্মবিশ্বাস 


বলিউডের গ্ল্যামার কুইন দিশা পাটানি সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন। উত্তর প্রদেশের বরেলিতে তাঁর পৈতৃক বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর এটিই ছিল তাঁর প্রথম জনসমক্ষে উপস্থিতি। তাই তাঁর উপস্থিতি ঘিরে ভক্ত ও সংবাদমাধ্যমের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ওই অনুষ্ঠানে দিশা পরেছিলেন একেবারে মনকাড়া কালো বডিকন গাউন। ব্যাকলেস ডিজাইনের এই পোশাকের গভীর নেকলাইন তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। অনুরাগীরা অভিনেত্রীর ফ্যাশন সেন্সের প্রশংসায় ভাসালেও, কেউ কেউ তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই নিউ ইয়র্ক সফর দিশার জন্য শুধু গ্ল্যামার প্রদর্শনের নয়, বরং মানসিকভাবে দৃঢ় থাকারও প্রতীক। কারণ সম্প্রতি বরেলির গুলির ঘটনায় তাঁর পরিবারকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছিল। শোনা যায়, দিশার বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই ভুল বোঝাবুঝির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে দিশার বাবা জগদীশ পাটানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুশবুর মন্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে এবং তাদের পরিবার সবসময় সাধু-সন্ত, যোগী ও আধ্যাত্মিক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল।

 

প্রয়াত জনপ্রিয় গায়ক 

 

প্রয়াত ইরানের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ওমিদ জাহান। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর হঠাৎ চলে যাওয়া সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গভীর শোকের সঞ্চার করেছে। ১৯৮২ সালে ইরানের আবাদানে জন্ম নেওয়া ওমিদ ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ভীষণ টান অনুভব করতেন। দক্ষিণ ইরানের লোকসঙ্গীতের সঙ্গে আধুনিক পপ ধারাকে মিলিয়ে নিজের আলাদা ধারা গড়ে তুলেছিলেন তিনি। তাঁর কণ্ঠে জনপ্রিয় গান 'হেলে দান দান' এবং 'ভেইলি ভেইলি' আজও ভক্তদের মুখে মুখে ফেরে। ২০২৫ সালের ১২ই সেপ্টেম্বর মঞ্চে পারফর্ম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান ওমিদ। দ্রুত তাঁকে বাম পাস্তেউর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও ১৩ই সেপ্টেম্বর দুপুরে তাঁর মৃত্যু হয়।

 

আরও পড়ুন: নেহালকে 'বাজেভাবে' স্পর্শ করেছেন আমাল মালিক? 'বিগ বস ১৯'-এর ঘরের পর্দা ফাঁস করলেন ফারহা খান 

 

বেঁকে বসলেন ইলিয়ানা!


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ জানালেন, তিনি একেবারেই স্বচ্ছন্দ নন যে পাপারাজ্জিরা তাঁর সন্তানদের ছবি তুলুক। অনুষ্কা শর্মা কিংবা দীপিকা পাড়ুকোনের মতো তিনিও মনে করেন, বাচ্চাদের ব্যক্তিগত পরিসর রক্ষা করা অত্যন্ত জরুরি। এক সাক্ষাৎকারে ইলিয়ানা বলেন, “আমার কাছে এটা একেবারেই কঠিন হবে, কারণ বাচ্চারা বুঝতেই পারবে না কী হচ্ছে। তারা বিভ্রান্ত হয়ে যাবে, আর সেটা তাদের জন্য ন্যায্য নয়।” তিনি আরও যোগ করেন, মুম্বইয়ের পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সম্পর্ক মোটামুটি ভাল, অনেকে তাঁর অনুরোধ মেনে চলেন। অভিনেত্রীর কথায়, “আমি যখনই বলেছি, দয়া করে ছবি তুলবেন না, তাঁরা সেটা মেনে নিয়েছে।”