নিজস্ব সংবাদদাতা: সান বাংলার 'পুতুল টিটিপি' ধারাবাহিকে একজন লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মণ্ডল। নানা পরিস্থিতিতে যাকে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে, তবে পর্দার মত বাস্তবেও কটাক্ষের শিকার হন খেয়ালী। প্রথমবার সেই কথা ভাগ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। 

 

 

মাত্র ১০ বছর বয়সে কটাক্ষের শিকার হন খেয়ালী। নানা কথা শুনতে হয়েছে তাঁর মাকেও। ঠিক যেমনটা শুনতে হবে পর্দার 'পুতুল'কে। তাই এই চরিত্রের সঙ্গে নিজের মায়ের অনেক মিল খুঁজে পান খেয়ালী। তাঁর কথায়, "গ্রামের খুব সাধারণ একজন মেয়ে আমি। সেখানেই বড় হওয়া, কাজের সূত্রে কলকাতায় আসা। কলকাতায় এসেই তো প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় আমাকে। সেটা মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল। মাত্র ১০ বছর বয়সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ শুরু করি। শহরের সকলে খুব আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তখন আমি এতটা স্মার্ট ছিলাম না। এখন হয়তো কাজ করতে করতে কিছুটা কথা বলতে শিখেছি। সেই সময় আমাকে কয়েকজন সমানে বলতেন তোর দ্বারা কিছু হবে না, তুই একদম স্মার্ট না।"

 


খেয়ালী আরও বলেন, "মাত্র ১০ বছর বয়স তখন। তাঁরা সেই সময় বলতেন, 'দেখিস পরের বছর আমি স্পটলাইটে থাকব আর তুই নিজেকে খুঁজেও পাবি না।' তবে এখন তাঁরা আমার কাজ দেখে শুভেচ্ছা জানান। আজ খুব মায়ের কথা মনে পড়ছিল, মাকেও অনেক কথা অনেক শুনতে হয়েছে আমার জন্য। সব কিছু সহ্য করেও শুধুমাত্র পরিশ্রম আর ইচ্ছেশক্তির জন্য আজ কলকাতার মাটিতে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করছি।"