সংবাদসংস্থা মুম্বই: গুরুতর দুর্ঘটনার কবলে অভিনেত্রী কাশ্মীরা শাহ। রবিবার ভোটের প্রচারে বেরিয়ে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। এই মুহূর্তে আমেরিকায় আছেন কাশ্মীরা, সেখানেই দুর্ঘটনার মুখে পড়েন। বেশ কিছুটা রক্তক্ষরণও হয়েছে তাঁর।

 

সমাজ মাধ্যমে রক্তে ভেজা একটি তোয়ালের ছবি ভাগ করে অনুরাগীদের সঙ্গে নিজের সঙ্গে ঘটা দুর্ঘটনার খবর জানান অভিনেত্রী। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, 'ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কী ভয়ংকর দুর্ঘটনা! আরও অনেক বড় কিছু হতে পারত আমার সঙ্গে। তিনি আরও লিখেছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাঁচার চেষ্টা করুন। জীবন খুবই অনিশ্চিত। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্তে ভালভাবে বাঁচার চেষ্টা করুন।'

 

প্রসঙ্গত, কাশ্মীরা শাহ হলেন বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণার স্ত্রী। ২০১৩ সালে ক্রুষ্ণা অভিষেককে বিয়ে করেন তিনি। বর্তমানে দুই পুত্র সন্তানের বাবা-মা তাঁরা। বলিউডে সেইভাবে মুখ্য চরিত্রে অভিনয় না করলেও বহু ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে কাশ্মীরাকে।

 

অভিনেত্রীর এই দুর্ঘটনার কথা জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। কাশ্মীরার ওই পোস্টে নেটিজেনরা এই দুর্ঘটনা কীভাবে ঘটল তা জানতে চাইলে এখনও পর্যন্ত এর সদুত্তর দেননি অভিনেত্রী। যদিও মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সুস্থ আছেন তিনি।