সংবাদ সংস্থা, মুম্বই: তিনি বলিউডের ফ্যাশন কুইন। বলিপাড়ায় আড়িও পাতেন, তাঁর কাছে নাকি থাকে বিটাউনের সব খবর। ৪৪ পেরিয়েও তাঁর লাস্যময়ী রূপে ঘায়েল দর্শন মন। তিনি করিনা কাপুর খান। তাঁকে নিয়ে বলিউডে আস্ত একটা গানও আছে, ‘বেবো ম্যায় বেবো’!
সম্প্রতি স্বামী সইফ আলি খান, দুই পুত্র তৈমুর ও জেহকে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন করিনা। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। নো মেকআপ লুকে বিকিনি পরিহিত নায়িকা নেটপাড়ার নজর কেড়েছেন। সমুদ্র সৈকতে বেবোর ছবি নিমেষে উত্তাপ ছড়িয়েছে অনুরাগীদের মনে।
দীপাবলিতে মুম্বই ছেড়ে মালদ্বীপে গিয়েছিলেন বলিউড ডিভা। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটান ‘চামেলি’। ছুটি কাটিয়ে আসতে না আসতেই একের পর এক ছবি পোস্ট করতে থাকেন করিনা। অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলির মধ্যে তাঁর হলুদ বিকিনি পরিহিত ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। যেখানে দেখা গিয়েছে, স্বামী সইফের সঙ্গে বোটে রয়েছেন ‘হিরোইন’। চোখে রোদচশমা। ‘হট’ লুকে মধ্যবয়স্ক করিনাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কমেন্ট বাক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য তারকারও।
