শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরকে নিয়ে বিগত কয়েক মাস ধরেই একটাই আলোচনা কেন্দ্রবিন্দুতে! তিনি নাকি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমে মগ্ন এবং খুব তাড়াতাড়ি বিয়ের পরিকল্পনাও করছেন। নেটমাধ্যম থেকে শুরু করে অনুরাগী মহল—সব জায়গাতেই এই খবরে সরগরম। তবে এবার জাহ্নবী নিজেই জানালেন, এই মুহূর্তে তাঁর জীবনে সবচেয়ে বড় অগ্রাধিকার হল কাজ, বিয়ে নয়।

 

 


এক সাক্ষাৎকারে জাহ্নবীর এই বিষয়ে বলেন, “বিয়ের প্ল্যানিং করার এখনও অনেক সময় আছে। জীবনে এতকিছু করার বাকি রয়েছে। অভিনয়, চরিত্র, নতুন প্রজেক্ট—এইসব নিয়েই এখন আমার দিনরাত কেটে যাচ্ছে।” অর্থাৎ বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা তিনি পুরোপুরি সরিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে, এখন তাঁর একমাত্র লক্ষ্য ভাল ছবি করা।


তবে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ে হলে সেটা হবে একেবারেই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক আবহে। জাহ্নবীর ইচ্ছে, বিয়ের আসর বসুক তিরুপতির মতো পবিত্র স্থানে। তিনি কোনও রাজকীয় বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান চান না, বরং কেবল পরিবারের মানুষ আর কাছের কিছু বন্ধুদের উপস্থিতিতে সাতপাক ঘুরতে চান।

 


বিয়ের পোশাক নিয়েও জাহ্নবীর ভাবনা বেশ স্পষ্ট। তিনি চান তাঁর ব্রাইডাল লুক ডিজাইন করুন প্রখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রা। কারণ মণীশের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল কাজের নয়, অনেকটা পরিবারের মতো। তাই জীবনের সবচেয়ে বিশেষ দিনে তাঁর ডিজাইন করা লেহেঙ্গা পরাই অভিনেত্রীর স্বপ্ন।

 

আরও পড়ুন: বাগদান সারলেন হুমা কুরেশি! ৪০-এর কোঠায় এসে কাকে মন দিলেন অভিনেত্রী? 

 

অন্যদিকে, শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষো চলছেই। যদিও তাঁরা প্রকাশ্যে কিছু স্বীকার করেননি, তবে বারবার এমন সব মুহূর্ত সামনে এসেছে যা তাঁদের রসায়নের প্রমাণ দেয়। কখনও মুম্বইয়ের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে, কখনও আবার পারিবারিক অনুষ্ঠানে একসাথে হাজিরা—সব জায়গাতেই ক্যামেরাবন্দি হয়েছেন দু’জনে। এমনকী শিখরের নাম লেখা একটি লকেটও ঝুলতে দেখা গিয়েছিল জাহ্নবীর গলায়, যা মুহূর্তেই ভাইরাল হয়েছিল।

 

 

তবে এসব জল্পনা নিয়ে জাহ্নবী হাসিমুখেই সবসময় এড়িয়ে যান। তাঁর মতে, একজন শিল্পীর আসল পরিচয় তাঁর কাজ। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। তাই তিনি বারবারই কাজকে সামনে আনতে চান, আর চান দর্শক তাঁর অভিনয় নিয়েই তাঁকে মনে রাখুক।

 

 

সব মিলিয়ে, জাহ্নবী কাপুর এখন বিয়ের নয়, বরং কেরিয়ারের দৌড়েই ব্যস্ত। যদিও গুঞ্জন থামছে না—তিনি কবে বিয়ে করবেন, আর শিখর পাহাড়িয়ার সঙ্গেই কি ঘর বাঁধবেন? তবে আপাতত তাঁর লক্ষ্য একটাই—নতুন ছবির মাধ্যমে দর্শকের মন জয় করা। আগামীতে দর্শক তাঁকে দেখবেন 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবিতে।