অভিনেত্রী ইশিতা দত্ত সম্প্রতি তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের পরে তাঁর জীবনে আসা কঠিন সময়ের কথা জনসমক্ষে এনেছেন। যেখানে তাঁকে মারাত্মক চুল ঝরে পড়ার সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। নিজের এই ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি সমাজমাধ্যমে ভাগ করেছেন, যা বহু নতুন মায়েদের কাছেই এক পরিচিত ও উদ্বেগজনক বিষয়।

 

 

'দৃশ্যম' খ্যাত অভিনেত্রী ইশিতা দত্ত তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি এই প্রসবোত্তর চুল ঝরার ভয়াবহতা তুলে ধরেন। ভিডিওটিতে তিনি একটি চিরুনি ভর্তি ঝরে যাওয়া চুল দেখান, যা তাঁর গাড়ি চালানোর সময় চুল আঁচড়ানোর ফাঁকে জমা হয়েছিল। এই দৃশ্যটি দেখিয়ে তিনি জানান, চুল আঁচড়াতে গিয়ে অর্ধেক পথে তাঁকে থামতে হয়েছিল, কারণ ঝরে যাওয়া চুলের পরিমাণ ছিল অত্যাধিক।

 

 

হরমোনের তারতম্যের কারণে গর্ভধারণ ও প্রসবের সঙ্গে যুক্ত নানা অপ্রয়োজনীয় সমস্যার কথা উল্লেখ করে ইশিতা বলেন, "আমি বুঝি না কেন গর্ভাবস্থা, প্রসবের সঙ্গে এত কিছু যুক্ত থাকে! আমার মনে হয় এই সমস্ত বাড়তি অপ্রয়োজনীয় জিনিস, যা হরমোনের পরিবর্তনের কারণে হয়, যেমন প্রসবোত্তর হতাশা বা প্রসবোত্তর চুল ঝরা, এগুলি না থাকলে এটি একটি সুন্দর যাত্রা হতে পারত।"

 

 

ইশিতা দত্ত তাঁর পোস্টে এই অভিজ্ঞতাকে তাঁর জীবনে দেখা 'সবচেয়ে খারাপ অভিজ্ঞতা' বলে উল্লেখ করেছেন। তাঁর চিকিৎসক তাঁকে জানিয়েছেন যে চুল ঝরার কারণ সম্মিলিত হতে পারে, যদিও প্রধান কারণ হল প্রসবোত্তর পরিবর্তন। ইশিতা শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে, এই চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ইশিতা আশাবাদী। 

 

 

আরও পড়ুন:  সলমনের প্রাক্তন প্রেমিকার মহাসঙ্কট! কেন নিজের বাড়িতেও আতঙ্কে সঙ্গীতা

 

তিনি জানেন যে এটি একটি ক্ষণস্থায়ী পর্যায় এবং দ্রুতই এটি শেষ হবে। তাঁর ক্যাপশনে তিনি লেখেন, 'আমি জানি না এটি কতদিন চলবে বা আমার কত চুলকে বিদায় জানাতে হবে। তবে আমি জানি এটি একটি সাময়িক পর্যায়, এবং এটি শীঘ্রই শেষ হয়ে যাবে।'

 

 

নিজের সংগ্রামের কথা জানানোর পাশাপাশি তিনি সকল নতুন মায়ের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন। একইরকম প্রসবোত্তর সমস্যার মধ্য দিয়ে যাওয়া মায়েদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, "যে সমস্ত মায়েরা প্রসবোত্তর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, আমি জানি আপনারা ঠিক কিসের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আমি আপনাদের সকলের প্রতি আমার ভালবাসা পাঠাচ্ছি..." ইশিতার এই পোস্টটি বহু নতুন মাকে সাহস জুগিয়েছে এবং তাঁদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করেছে।

 

উল্লেখ্য, ইশিতা দত্ত এবং তাঁর স্বামী বৎসল শেঠের প্রথম পুত্র সন্তান জন্ম নেয় ২০২৩ সালের জুলাই মাসে। চলতি বছর জুন মাসে দ্বিতীয় সন্তান আসে তাঁদের। এবার কন্যা সন্তানের মা হন ঈশিতা।