নিজস্ব সংবাদদাতা: বাঙালি মানেই রহস্য প্রেমী। বাংলার দর্শক এখন থ্রিলারেই মজে। তাই সেই কথা মাথায় রেখে আসছে একের পর এক সিনেমা, সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মগুলোও এগিয়ে রয়েছে এই দৌড়ে। 

 

যুগে যুগে অসত্যের বিনাশে এগিয়ে এসেছেন নারী। কখনও উর্দিতে কখনও সাধারণ চেনা মানুষের রূপে। পরিস্থিতিও বদলে দিয়েছে লড়াইয়ের সমীকরণ। ঠিক এইরকম সত্য-অসত্যর লড়াইয়ের গল্প বলতে আসছে এক মহিলা গোয়েন্দা! 

 

এবার একেবারে নতুন এক মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় হবে দর্শকের। পরিস্থিতিই তাঁর হাতে তুলে দিয়েছে আতস কাচ। আসছে ভরপুর রহস্যে ঘেরা গোয়েন্দা সিরিজ 'বিবি বক্সী'। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। কাহিনী ও সংলাপ লিখেছেন পারমিতা মুন্সী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি।

প্রত্যন্ত গ্রামের বিনোদবালা বক্সী কনস্টেবল হয়েও গোয়েন্দার মতো বুদ্ধি ধরেন। এই চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী ইশা সাহার। এক সাধারণ মহিলার অসাধারণ হয়ে ওঠার গল্প সব সময় দর্শক-পাঠকের ভাল লাগে। সেই ভাবনা থেকেই এই চরিত্রের সৃষ্টি। এক গল্পে গ্রামীণ রাজনীতি, মেয়েদের উন্নতি রোখার চেষ্টা, কর্মরতা নারীর পারিবারিক দিক সবটা ফুটে উঠবে গল্পে। 

 

ইশার বিপরীতে থাকবেন দেবরাজ ভট্টাচার্য। ইতিমধ্যেই বহু সিরিজে অভিনয় ও গানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এই গল্পে এক ছাপোষা ব্যক্তির চরিত্রে দেখা যাবে দেবরাজকে। এছাড়াও ছবিতে থাকতে পারে বেশকিছু নতুন মুখ। 

 

এই মুহূর্তে চলছে সিরিজের রেকির কাজ। বাঁকুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে হবে শুটিং। নতুন বছরের শুরুতেই ওয়েব প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'তে সত্যান্বেষী হয়ে ধরা দেবেন ইশা।