সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
গত হলেন অমিতাভের অভিনেত্রী!
১৯৮৫ সালে 'মার্দ' ছবিতে অমিতাভের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী হেলেনা লুক। ৩ নভেম্বর, রবিবার না ফেরার দেশে চলে যান অভিনেত্রী। জানা যাচ্ছে, শারিরীক অবস্থার অবনতি হচ্ছিল অনেকদিন ধরেই। বলিপাড়ার অন্দরের কানাঘুষো, মাত্র চার মাসের জন্য মিঠুন চক্রবর্তীর স্ত্রী ছিলেন হেলেনা। তারপর বিচ্ছেদ হয় তাঁদের।
ধূমপান ছাড়লেন শাহরুখ!
৫৯তম জন্মদিনে বড় ঘোষণা করলেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়ে ছিলেন তিনি নাকি দিনে ১০০ টার বেশি সিগারেট খান। এই বছর জন্মদিনে অনুরাগীদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান ছাড়ছেন। শাহরুখ জানান, ''প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।"
ক্ষমা চাইলেন দিলজিৎ!
সম্প্রতি, জয়পুরে কনসার্ট ছিল দিলজিৎ দোসাঞ্জের। কিন্তু কনসার্টের টিকিট বিক্রিতে জালিয়াতি হয়। এই বিষয়ে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দিলজিৎ জানান, এই ঘটনায় খুব দুঃখিত তিনি। প্রতারণার কোনও আন্দাজ তাঁর কাছে ছিল না। যদি থাকত, তাহলে বড় পদক্ষেপ নিতেন বলেও জানান গায়ক।
