সংবাদসংস্থা মুম্বই: হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ গৌতমী কাপুর। ১৬ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন গৌতমী। কয়েক বছর ফ্যাশন সরণির সঙ্গে যুক্ত থাকার পর মডেল হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সেখান থেকে ছোটপর্দায় অভিনয়েরও সুযোগ পান তিনি।

 

 

ছোটপর্দায় নিজের পরিচিতি তেমন গড়তে না গড়তেই বড়পর্দায় অভিনয়ের সুযোগ পান গৌতমী। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিন্দাস’ নামের একটি মরাঠি ছবিতে অভিনয় করেন তিনি। এই প্রথম বড়পর্দায় অভিনয় তাঁর। তারপর অবশ্য ছোটপর্দায় কাজ করতেই ফিরে যান তিনি।

 


মধুর শ্রফ নামে এক আলোকচিত্রশিল্পীকে প্রথমে বিয়ে করেছিলেন গৌতমী। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদের পর কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। ২০০৩ সালে হিন্দি ধারাবাহিকজগতের জনপ্রিয় তারকা রাম কপূরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গৌতমী।

 

 

সেই গৌতমীর এক মন্তব্য এবার ভাইরাল সমাজমাধ্যমে। সম্প্রতি, এক টক শোয়ে এসে অভিনেত্রী একজন আধুনিক সংস্কৃতির পক্ষপাতী হিসাবে নিজেকে তুলে ধরেছেন। তিনি বলেন, "আমার মেয়ে শিয়ার বয়স যখন ১৬ হল, তখন ভেবেছিলাম ওকে জন্মদিনে সেক্স টয় উপহার দেব। এই কথা ওকে বলতেই রে রে করে তেড়ে এসেছিল। কিন্তু আমার মতে, ক'জন মা পারে তার মেয়ের সঙ্গে এমন খোলামেলা আলোচনা করতে?"

 


গৌতমী আরও বলেন, "মেয়ের বয়স এখন ১৯। আমার মনে হয়, মেয়েদের সব ধরনের আনন্দ পাওয়ার অধিকার আছে। জীবনটা ভালভাবে বাঁচার অধিকার সব মেয়েদের আছে। আমার মা, আমার জন্য যা করতে পারেননি, আমি শিয়ার জন্য সবকিছু করতে চাই।"