নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে ফের জঙ্গিহানা। মঙ্গলবার পহেলগাঁও-এর ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ভূস্বর্গে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। তালিকায় রয়েছেন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মধুচন্দ্রিমায় জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন তিনি। স্বামীর নিথর দেহের পাশে অসহায়ভাবে বসেছিলেন তাঁর স্ত্রী হিমাংশী। ছবিটি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়। আর সেই ছবিতেও থাবা বসিয়েছে ঘিবলি স্টাইল। দম্পতির 'ঘিবলি' ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। এমন এক মর্মান্তিক ঘটনার এআই ছবি আপলোড করতেই ট্রোলের শিকার হয়েছেন তিনি। 

সম্প্রতি তারকা থেকে আমজনতা, প্রায় সকলেই নতুন 'ঘিবলি' ইমেজে মেতেছেন। মজার ছলে নিজেদের মতো দেখতে ঘিবলি স্টাইলে ছবি বানিয়ে সমাজ মাধ্যমে পোস্টের বন্যা বয়েছে। কিন্তু অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিহানাতেও ঘিবলি! বিয়ের সাতদিনের মাথায় যে দম্পতির জীবন নিঃশেষ হয়ে গেল, সেই বেদনাদায়ক ছবি নিয়েও ঘিবলি বানানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও দর্শনার কথায়, "আমি নিজে ছবিটি বানাইনি। একটা জায়গা থেকে পেয়েছিলাম। সেখান থেকে ডাউনলোড করে পোস্ট করেছি।" 

অভিনেত্রীর আরও সংযোজন, "ছবিটা যথেষ্ট বেদনাদায়ক। যাদের আসল ছবি ছিল তাঁদের ছবি দিতে চাইনি। তাছাড়া আমার মনে হয় যাদের আসল ছবি ছিল তাদেরকে না জানিয়ে ছবি দিলে তাঁরা বেশি দুঃখ পেতেন। সেটা আমি এমন ঘটনায় করতে পারি না। আমার উদ্দেশ্য কোনওভাবে কাউকে দুঃখ দেওয়ার জন্য ছিল না। তাই প্রতীকী ছবি দিতে চেয়েছিলাম।"

ছবি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই কমেন্ট বিভাগ বন্ধ করে দেন দর্শনা। আজকাল ডট ইনের ফোন পাওয়ার পর ছবিটি মুছে দেন অভিনত্রী। যদিও তার মধ্যেও পিছু ছাড়েনি নেটাগরিকদের ট্রোলিং। দর্শনা জানিয়েছেন, "গোটা ঘটনায় আমি শোকাহত। যদি কোনও ভুল বার্তা যায়, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। "