আচমকা অসুস্থ অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। আলোর উৎসবের দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। হাসপাতালে শুয়ে অনুরাগীদের জন্য বার্তা পাঠালেন তিনি।
চিত্রাঙ্গদার হাসপাতালের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। তবে অভিনেত্রী সকলকে আশ্বস্ত করেছেন, তিনি এখন অনেকটাই ভাল আছেন এবং খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এর অভিনেত্রী লেখেন, “আমি কিছুদিন বিশ্রামে আছি, তবে খুব শিগগিরই আগের মতো ছুটতে পারব। আমি খরগোশের মতো দৌড়ে ফিরে আসব!”
আরও পড়ুনঃ ১৪ বছর বয়সেও বাবা-মায়ের মাঝে শুতেন ববি দেওল, শৈশবের কোন 'অন্ধকার' রহস্য নিয়ে মুখ খুললেন অভিনেতা?
‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে সলমন খানের বিপরীতে চিত্রাঙ্গদাকে দেখা যাবে। সেই ছবি নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু আচমকা কী এমন হল তাঁর? ঠিক কী কারণে চিত্রাঙ্গদা হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী বেশ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন এবং চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিনেত্রী জানিয়েছেন, এই সময়টা তাঁর জন্য শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং হলেও, পরিবার ও ভক্তদের ভালবাসা তাঁকে দ্রুত সুস্থতার পথে নিয়ে যাচ্ছে। তিনি লিখেছেন, “আপনাদের শুভেচ্ছা, ভালবাসা ও প্রার্থনাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কৃতজ্ঞ।” চিত্রাঙ্গদার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বলিউডের সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। সুস্থতার প্রার্থনা করেছেন অসংখ্য নেটাগরিক।
বলিউডের অন্যতম প্রশংসিত অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ‘হাজারো খোয়াইশে এমন’, ‘ইনকার’, ‘দেশি বয়েজ’ এবং ‘বাজার’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। নীরজ পাণ্ডের সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ নজর কেড়েছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হিন্দি সিনেমা, সিরিজে বরাবরই দর্শকের পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। তবে এই সিরিজের পর আরও বেশি বেড়েছে তাঁর অনুরাগীদের সংখ্যা। চিত্রাঙ্গদার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ৫’।
