নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। 

 

রহস্যের ছাপ পড়বে এবার পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ছবিতে। নাম 'ব্ল্যাক'। এই ছবির হাত ধরে বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অনির্বাণের। মৃত্যু রহস্যের জাল উন্মোচনই এই ছবির ভাবনা। গল্পের খাতিরে দেখা যেতে চলেছে একগুচ্ছ তারকাকে। 

 

দুঁদে পুলিশ অফিসার 'বৃন্দা সেন'-এর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। এক বিশেষ চরিত্রে থাকছেন স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, এছাড়াও তথাগত মুখোপাধ্যায়ের 'রাস'-এর শুটিং সেরে ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিমল গিরিকে। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন প্রদীপ ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, তন্বীষ্ঠা বিশ্বাস প্রমুখ। 

 

সূত্রের খবর, কলকাতার আনাচেকানাচে চলবে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পেতে চলেছে রহস্যের ঘেরা ছবি 'ব্ল্যাক'।