নিজস্ব সংবাদদাতা: স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক 'রোশনাই'তে আর দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন মুখ্য অভিনেত্রী অনুষ্কা। তবে এবার অনুষ্কার জায়গা নিতে চলেছেন কোন অভিনেত্রী?
দর্শক মহলে শন-অনুষ্কা জুটি বেশ জনপ্রিয়, তবে আচমকাই এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনুষ্কা। জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। ধারাবাহিক চলাকালীন যা একেবারেই সম্ভব নয়। সেই কারণে মাঝ পথেই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকের ক্ষেত্রেও শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হন অভিনেত্রী অঙ্গনা রায়। কিছুদিন আগে পায়ে চোট লাগার কারণে 'বসু পরিবার' ছেড়ে বেরিয়ে এলেন শ্রীমা। এবার পরিস্থিতির কারণে ধারাবাহিক ছাড়লেন অনুষ্কাও। তবে এবার অনুষ্কার জায়গায় দেখা যেতে চলেছে কোন নায়িকাকে? এই ক্ষেত্রে উঠে আসছে মোহনা মাইতি এবং স্বস্তিকা দত্তর নাম। তবে স্বস্তিকা দত্ত নিজেই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ধারাবাহিকে ফিরছেন না তিনি। উঠে আসছে সৃজলা গুহ, দীপান্বিতা রক্ষিত ও রুকমা রায়ের নামও। যদিও এখনও কিছু ঠিক হয়নি। তবে নায়িকাকে ছাড়া গল্প এগোনো সম্ভব নয়। তাই খুব শীঘ্রই জানা যাবে নতুন 'রোশনাই' হিসাবে দেখা যাবে কোন নায়িকাকে।
