নিজস্ব সংবাদদাতা: ওটিটি থেকে ছবির জগতে পরিচিত মুখ অনুরাধা মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় বারবার মন ছুঁয়েছে দর্শকের। বরাবরই স্পষ্টভাষী তিনি। মনের কথা সপাটে বলতেই পছন্দ করেন অভিনেত্রী। সম্পর্কের টানাপোড়েন থেকে বিচ্ছেদ প্রসঙ্গে রসিকতা, এখন টলিপাড়ায় চলছে নানা কাণ্ড। তার মাঝেই সমাজমাধ্যমে চাঁচাছোলা পোস্ট অনুরাধার।
অনুরাধা লিখেছেন, ‘‘মানুষ ভাবে, নৈকট্য মানেই তার সঙ্গে যৌনমিলনের যোগসূত্র রয়েছে। কিন্তু নৈকট্যের সঙ্গে সত্যের যোগ রয়েছে। যখন কেউ অন্যকে তার সত্য বলার উপলব্ধি করে, যখন কেউ অন্যের সামনে দাঁড়ানোর পর উল্টো দিক থেকে উত্তর আসে যে ‘তুমি আমার কাছে সুরক্ষিত রয়েছ’— সেটাই আসলে নৈকট্য।’’
যদিও তাঁর এই পোস্টে কাউকে বা কোনও ঘটনাকে ইঙ্গিত করেননি অনুরাধা। বর্তমান সমাজে দাঁড়িয়ে নিজের মনের ভাব তুলে ধরেছেন মাত্র। প্রসঙ্গত, দর্শক এই মুহূর্তে অনুরাধাকে ‘তুমি আমার হিরো’ ধারাবাহিকে দেখছেন। এই মেগায় তিনি সহজ সরল একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকে ইতিবাচক চরিত্রে দর্শকের মনে অল্প দিনেই জায়গা করে নিয়েছেন অনুরাধা। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’।
