নিজস্ব সংবাদদাতা: আদৃত রায়ের জীবনে নতুন সমস্যা হয়ে হাজির হতে চলেছেন অভিনেত্রী অনন্যা গুহ। কারণ মাঝে হাজির তৃতীয় ব্যক্তি। তবে এই সবকিছুই ঘটবে পর্দায়, বাস্তবে নয়। 'মিত্তির বাড়ি'তে কোন ঝড় তুলতে আসছেন অনন্যা?
জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকের পর ফের নতুন শুরুর সুখবর দিলেন অভিনেত্রী অনন্যা গুহ। জি বাংলার নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে 'সঞ্জনা'র চরিত্রে অভিনয় করছেন অনন্যা। কে এই সঞ্জনা? অনন্যা জানিয়েছেন, নায়কের বাবা এবং সঞ্জনার বাবা দু'জনে খুব ভাল বন্ধু, স্বাভাবিকভাবেই তাদের ছেলেমেয়েদের মধ্যেও সম্পর্কটা ভালই। তবে একজন আরেকজনকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখলেও তা সত্যি হবে না, কারণ তৃতীয় ব্যক্তি হাজির ইতিমধ্যেই। সঞ্জনা তখন ঠিক কী করবে, তা ধারাবাহিকে দেখতে পাবেন দর্শক।
তবে অনন্যা জানিয়েছেন, সঞ্জনা চরিত্রটি নেতিবাচক চরিত্র। নায়কের জন্যই সম্ভবত আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে সে। এমনিতেই নেতিবাচক চরিত্রে সিদ্ধহস্ত অনন্যা, তবে সঞ্জনাকে নতুন ভাবে দর্শকের সামনে আনার চেষ্টা করছেন তিনি।
উল্লেখ্য, এর আগে 'মিঠাই' ধারাবাহিকে আদৃত রায়ের ভাইয়ের স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। পিংকি নামের এই চরিত্রকে দর্শক পছন্দও করেছিলেন খুব। দ্বিতীয়বার আদৃতের সঙ্গে একদম অন্যরকমের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনন্যা। সঞ্জনা প্রথম থেকে নায়ককে ভালবাসলেও আসলে নায়কের জীবনে সে তৃতীয় ব্যক্তি হয়েই থেকে যাবে, সেখান থেকেই গল্পে আসবে নানা মোড়।
