নিজস্ব সংবাদদাতা: মুক্তির অপেক্ষায় অনন্যা চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তির আগেই বলিউডে নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী।

 

কিছুদিন আগেই সমাজমাধ্যমে বলি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করেছিলেন অনন্যা। যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছিল, তবে কি এবার বলিউড যাত্রা শুরু অভিনেত্রীর? 

 


টলিপাড়ার অন্দরের খবর, ফাতিমা সানা শেখ এবং আর মাধবনের সঙ্গে অনন্যা একটি সিরিজে কাজ করেছেন। সিরিজটি মুক্তি পাবে 'নেটফ্লিক্স'-এ। গল্পে কম বয়সী মেয়ের সঙ্গে এক প্রাপ্তবয়স্ক লোকের সম্পর্ক, প্রেম। ফাতিমার চরিত্রটি বাঙালি মেয়ের। অনন্যা তাঁর পরিবারের সদস্য। অন্যদিকে আর মাধবন জামশেদপুরের ছেলে। তবে ফাতিমা সানা শেখের মা না দিদির চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে সেটা স্পষ্ট নয়।"

 


প্রসঙ্গত, 'সত্যি বলে সত্যি কিছু নেই' আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে। এই ছবি 'এক রুকা হুয়া ফ্যায়সলা' ছবির অনুকরণে তৈরি। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্রকে।