নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' এক সময় টিআরপি তালিকায় প্রথম স্থানে থাকলেও এখন মান পরে গিয়েছে এই ধারাবাহিকের। কিন্তু তারপরেও দর্শকের পছন্দের তালিকায় থাকতে দেখা যায় সূর্য-দীপার জুটিকে। কিছুদিন আগে জানা গিয়েছিল একটা বড়সড় লিপ আসতে চলেছে ধারাবাহিকে। কয়েক বছর এগিয়ে যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া'র গল্প।
সাম্প্রতিকতম পর্বে দেখানো হয়েছে, দীপা ফিরে এসেছে সেনগুপ্ত বাড়িতে। সোনা তার মাকে দেখে স্বাভাবিক হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনও খোঁজ মিলছে না রুপা এবং লাবণ্য সেনগুপ্তের। তাদের খুঁজতেই মরিয়া সূর্য-দীপা। সূর্য আর দীপা এক জাগ্রত মন্দিরে যায়। সেখানে গণেশ পুজোয় আসে রুপা। দীপার গণ্ডি দেওয়ার সময় তার পাশ থেকে চলে যায় রুপা কিন্তু তাদের দেখা হয় না। কিন্তু সিদ্ধিবিনায়কই সংকেত দেন রুপা খুব কাছাকাছি আছে। কারণ কারণ ঈশ্বরকে যেই মালাটা পরানো সেটা রুপার হাতে গাঁথা। দীপাই রুপাকে এইভাবে মালা গাঁথা শিখিয়েছিল। আর যা দেখে দীপা বুঝতে পারে তার মেয়ে আশেপাশেই কোথাও আছে।
কিন্তু এই টানাপোড়েনের মাঝেই এল এক নতুন খবর। সূর্যের জীবনে আসবে এক নতুন নারী। তবে এই নারী চরিত্র কিন্তু সূর্যের অপরিচিত নয়। সূত্রের খবর, তার ছোটবেলার বান্ধবী হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। গল্পে তার চরিত্রটি দেখা সূর্যের এক কাছের বান্ধবীর। যে তাকে সমস্ত টানাপোড়েন থেকে উদ্ধার করবে। কিন্তু অলিভিয়ার চরিত্রটি ইতিবাচক। দীপার সঙ্গে আগামীতে তার কোনও বিবাদ দেখানো হবে না বলেই খবর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই আসছে গল্পের নতুন মোড়।
