অভিনেত্রী অহনা দত্তের পরিবারে এল নতুন সদস্য। আর তাকে তাঁর সাফল্যের আর এক নিদর্শনও বলা চলে। সম্প্রতি নিজের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করেছেন অহনা। নতুন চারচাকার আগমনকে কেন্দ্র করে আনন্দে ভেসে অভিনেত্রী সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

স্বামী দীপঙ্কর, মেয়ে মীরা ও পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে গাড়ির শো-রুমে হাজির হন অহনা। সেখানে যেন উৎসবের আমেজ। কখনও মেয়েকে কোলে নিয়ে হাসিখুশি পোজ, কখনও আবার নতুন গাড়ির উচ্ছ্বাসে কেক কেটে হাতে তুলে দিলেন স্বামীর মুখে। চোখেমুখে চওড়া হাসিই বলে দিচ্ছিল, এই মুহূর্তটা তাঁর কাছে কতটা বিশেষ। নীল রঙের কভার সরিয়ে কালো রঙের ঝকঝকে গাড়ি চোখের সামনে আসতেই সেই হাসি যেন আরও উজ্জ্বল।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই শেষ হল ‘অনুরাগের ছোঁয়া’। প্রায় চার বছরের পথ চলা শেষ হল জনপ্রিয় এই ধারাবাহিকের। বিদায়ঘণ্টা বেজে উঠতেই মন খারাপ অহনারও। এই ধারাবাহিকে মিশকার চরিত্রে অভিনয় করেই তিনি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।

সূর্য-দীপার জীবনে ‘মিশকা’র প্রবেশ যেন গল্পে এনেছিল তুমুল মোড়। তার হিসেবি চাহনি, নিখুঁত কূটকৌশল, একটার পর একটা ফাঁদ পাতার দক্ষতা— সব মিলিয়ে অহনার অভিনয় দাগ কেটেছিল দর্শকমহলে। সেই তুখোড় অভিনয়ই তাঁকে করে তুলেছিল ধারাবাহিকের অন্যতম শক্তিশালী মুখ, আর দর্শকের মনে স্থায়ী জায়গা করে দিয়েছিল ‘মিশকা’ চরিত্রটিকে।



নেটমাধ্যমে ‘মিশকা’ রূপে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন অহনা। ধারাবাহিকে সূর্য-দীপার জীবন ওলটপালট করতে কখনও নার্স, কখনও পরিচারিকা, তো কখনও রহস্যময়ী মহিলার ছদ্মবেশে হাজির হয়েছে তার চরিত্র। সেই স্মৃতিগুলোকেই যেন নস্টালজিয়ার আবরণে সাজিয়ে ফিরে দেখেছিলেন অভিনেত্রী।

তবে ধারাবাহিক শেষ হওয়ার আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অহনা। তার কিছুদিনের মধ্যেই মা হন তিনি। গত কয়েক মাস ধরে ছোট্ট মেয়েকে সামলাতেই কেটেছে অধিকাংশ সময়। তবে পাশাপাশি কাজও চালিয়ে যেতে চান তিনি। তাই এবার আবার ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুত অভিনেত্রী। জানা গিয়েছে, জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। সৃজিত রায় এবং শৌভিক চক্রবর্তীর প্রযোজনায় আসছে এই মেগা। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী পল্লবী শর্মাকে। এই ধারাবাহিকের দ্বিতীয় মুখ্য চরিত্রে থাকছেন অহনা। তবে গল্পে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলবে তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।

একরত্তি মেয়ে মীরাকে নিয়ে নানা ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতে দেখা যায় অহনাকে। কখনও মেয়ের সঙ্গে তিনি খেলছেন, কখনও আবার নতুন মা হিসেবে নতুন কিছু উপলব্ধি করার কথাও অবলীলায় ভাগ করে নেন অহনা। ছোটপর্দা থেকে দূরে থাকলেও অভিনেত্রীর জনপ্রিয়তায় কিন্তু একটুও ভাটা পড়েনি।