নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ফের বিয়ে করলেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। প্রথম মন্দিরে, আর এবার রাজকীয়ভাবে দ্বিতীয় বিয়ে সারলেন তারকা যুগল। সমাজ মাধ্যমে শেয়ার করলেন সেই সব ছবি। কিছুদিন আগে সাদামাঠা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম তাঁদের তথাকথিত বর-বধূবেশে দেখা মিলল। 

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি সামনে আসতেই ভালবাসায় ভরিয়েছে অনুরাগীরা। আবেগঘন হয়ে অভিনেত্রী লিখেছেন, 'সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভাল আর কিছু নেই।'

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)