নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক।
আবারও এক থ্রিলারের কাহিনি ফুটি উঠবে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ছবিতে। আন্ডারওয়ার্ল্ডের রহস্যজনক ঘটনা আর বাস্তবের ছবি ফুটে উঠবে গল্পে। ছবির নাম 'ঝড়'। কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবির পরিকল্পনার আভাস নিজেই দিয়েছিলেন পরিচালক। অভিনেতা রজতাভ দত্ত ও সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ, কমেডিয়ান মৃন্ময় দাসের সঙ্গে ছবি ভাগ করে অনির্বাণ লেখেন, "রান্না হচ্ছে।" অর্থাৎ নতুন ছবির সূচনা।
সূত্রের খবর, এই ছবিতে ফের একবার নেতিবাচক চরিত্রে দর্শক দেখবেন রজতাভ দত্তকে। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ভিলেনের চরিত্রে ধরা দেবেন অভিনেতা। বরাবরই ইতিবাচক, নেতিবাচক, কৌতুক সব ধরনের চরিত্রেই নিজেকে নতুনভাবে তুলে ধরেন রজতাভ দত্ত। এইবারও তার অন্যথা হল না। আবারও দর্শকের সামনে এক অন্য অবতারে আসবেন তিনি।
জানা যাচ্ছে, ছবিতে দেখা যাবে বেশকিছু নতুন মুখকেও। পুজোর আগেই শেষ হয়েছে শুটিং। কলকাতা ও আশেপাশের অঞ্চলে শুটিং সেরেছেন তাঁরা। কংসাবতী নদীর তীরেও হয়েছে ছবির বেশকিছু দৃশ্যের শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই মুক্তি পাবে 'ঝড়'।
