নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা'য় এখন নতুন মোড়। প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা।
বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই। তাকে দেখাশোনার জন্য নীলু আসে বাড়িতে। যদিও প্রথমদিকে নীলুর উপস্থিতি অনির্বাণ মেনে নিতে না পারলেও একটু একটু করে তাকে বিশ্বাস করা শুরু করেছে সে। এদিকে, রাইয়ের সংসারে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে নীলু। তাই এবার সে অনির্বাণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। রাইয়ের সরল মনের সুযোগ নিয়ে অনির্বাণের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে নীলু। কিন্তু এবার সমস্ত সীমা ছাড়িয়ে যায় সে।
কিছুদিন আগে রাইকে নীলু জানায়, অনির্বাণ তার শ্লীলতাহানির চেষ্টা করে। তাই রাইয়ের কাছে দাবি করে সে, অনির্বাণকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বোনের অপমান মেনে নিতে পারে না রাই। তাই অনির্বাণকে বাঁচানোর চেষ্টাও করে না। অভিমানে নিজের কাঁধে সমস্ত অভিযোগ তুলে নেয় অনির্বাণ। ফের ভুল বোঝাবুঝি তৈরি হয় রাই-অনির্বাণের মধ্যে।
টলিপাড়া সূত্রে খবর, এই ধারাবাহিকে আসছে নতুন নায়ক। তাঁকে দেখা যাবে 'নীলু'র বিপরীতে। জানা যাচ্ছে, নতুন চরিত্রে দেখা যেতে চলেছে মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। গল্পে নীলুকে কিডন্যাপ করে একটা দল। সেই দলের মাথা হিসাবে দেখা যাবে মৈনাককে। কেন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এই চরিত্র? একটা সময়ে রাষ্ট্রের সশস্ত্রবাহিনী তার মায়ের উপর অকথ্য শারীরিক নির্যাতন করে। তাই এই ছেলেটির শরীরে রাগ জন্মায়। একদিকে সে যেরকম অসামাজিক কাজকর্ম করে, অন্যদিকে তার দয়ার শরীরের পরিচয়ও পায় কিছু গ্রামবাসী। গ্রামের মানুষদের কাছে সে ভরসার জায়গা। সমাজের দুর্নীতি দূর করাই আসলে তার লক্ষ্য। এরপর নীলুর সঙ্গে এই চরিত্রের কী সমীকরণ তৈরি হবে, সেটাই দেখার। কোনও প্রেমের মোড় আসবে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করবেন দর্শক।
