সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'ভ্যাম্পায়ার' হবেন দিব্যেন্দু!
'মির্জাপুর'-এ 'মুন্না ভাইয়া'র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেতা দিব্যেন্দু শর্মা। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন এবার তিনি ভৌতিক ঘরানার ছবিতে অভিনয় করতে চান। এবং নিজে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করতে চান। এখনও পর্যন্ত কোনও ভৌতিক ঘরানার ছবিতে দেখা যায়নি দিব্যেন্দুকে। এবার ছক ভেঙে কতটা দর্শকের মন জয় করতে পারেন তিনি সেটাই দেখার।
দিয়াকে আগলে রাখতেন সলমন?
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী দিয়া মির্জা সলমন খানের সঙ্গে তাঁর 'তুমকো না ভুল পায়েঙ্গে' ছবির স্মৃতিচারণ করেন। তাঁর কথায়, "রাজস্থানে শুটিং চলছিল। মহিলা নৃত্যশিল্পী ছাড়া গোটা শুটিং ফ্লোর যেন পুরুষ শাসিত সমাজের মতো ছিল। তার উপরে দর্শকের ভিড় আরও অস্বস্তিতে ফেলেছিল। কিন্তু সেই সময় সলমন আমায় আগলে রেখেছিলেন। ইন্ডাস্ট্রিতে নতুন বলে কোনও অসুবিধায় পড়তেই দেননি।"
নজরকাড়া 'বিগ বি'
বলিউডের 'শাহেনশাহ'র স্টাইল স্টেটমেন্ট আজও নজর কাড়ে অনুরাগীদের। ৮২ বছর বয়সেও অমিতাভ বচ্চনের জেল্লা হার মানাবে তরুণ প্রজন্মের তারকাদের। সম্প্রতি, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ডিজাইনার হুডি ও কালো ট্রাউজারে নজর কেড়েছেন 'বিগ বি'। ওই অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়তেই ফের নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অমিতাভ বচ্চন।
