নিজস্ব সংবাদদাতা: 'খাদান' এর প্রচারের কাজ জোরকদমে শুরু করেছেন দেব। টিজার, প্রি ট্রেলারের পর সারা বাংলা জুড়ে চলছে প্রচারের কাজ। শুক্রবার তাঁকে দেখা গেল তারাপীঠে পুজো দিতে। হলুদ পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরে দর্শনে এসেছিলেন দেব। এবারেও প্রবেশ করলেন তিনি মন্দিরের গর্ভগৃহে, করলেন আরতিও। 


এদিন দেবকে একঝলক দেখার জন্য তারাপীঠ মন্দির চত্বর ভিড়ে থিকথিক করছে। এদিন দেবের সঙ্গে দেখা গেল তাঁর খাদান সহ-অভিনেত্রী ইধিকা পালকেও। হাতে পুজোর ডালা, চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট তাঁর। 


এদিকে, টলিপাড়ার অন্দরের খবর, শুধুমাত্র 'খাদান'-এর সাফল্য কামনায় নয়, তারাপীঠ থেকে দেব রওনা দিয়েছেন তাঁর নতুন ছবির শুটিং লোকেশনে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'রঘু ডাকাত'-র শুটিংয়ের জন্যই এই মুহূর্তে বীরভূমে রয়েছেন তিনি। যদি এই বিষয়ে এখনই খোলসা করতে চাননি কেউই। 


প্রসঙ্গত, কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। 'শ্যাম মাহাতো' এবং 'মোহন দাস'-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন  ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী।