বর্তমান সময়ের ছবি মুক্তির আগে নানা ধরনের প্রচার নিয়ে ব্যস্ত থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। যত দিন যাচ্ছে ততই প্রচারের ধরন বদলাচ্ছে। ছবির এই প্রচারকে কেন্দ্র করেই প্রসেনজিৎ থেকে দেবকে নাম না করে কটাক্ষ করলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এই বছর পূজোয় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'দেবী চৌধুরানী'। অন্যদিকে, আসছে দেব,অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল অভিনীত 'রঘু ডাকাত'। 

 

 

আসছে আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় অভিনীত 'রক্তবীজ ২'। এছাড়াও আসছে আবির চট্টোপাধ্যায় অভিনীত 'যত কাণ্ড কলকাতা'তে। তবে এই মুহূর্তে 'দেবী চৌধুরানী', 'রক্তবীজ ২' এবং 'রঘু ডাকাত' ছবির শিল্পী ও কলাকুশলীরা প্রচারের কারণে শহরের বাইরে, মালদা বর্ধমান বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে এই প্রত্যেকটি ছবি টিম। 

 


যদিও পুরো বাংলা ঘুরে ছবির প্রচার প্রথমবার 'খাদান'-এর মাধ্যমে শুরু করেন দেব। এই প্রচার নিয়েই সমাজমাধ্যমে করা কথা লিখলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তার মতে এই ধরনের প্রমোশন আসলে নিজেদের ছবির জন্য ভিক্ষা চাওয়া ছাড়া আর কিছু নয়। এমনকী অভিনেতা-অভিনেত্রীদের অশিক্ষিত বলেও মন্তব্য করেন ভাস্কর। 

 

ভাস্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ছোটবেলায় সিনেমার পোকা ছিলাম। কখন কোন হলে কোন সিনেমা ( বাংলা/ হিন্দি/ ইংলিশ)আসছে সব মুখস্ত ছিল । কবে কোনটা দেখব মনে মনে ঠিক করা থাকত। কিন্ত কোনওদিনও সেই সিনেমার অভিনেতাদের সেই সিনেমার প্রচারে আসতে দেখিনি। সেই সপ্ন,সেই মানুষ। সেই চাওয়া পাওয়া গুলোকে সিনেমা হলে গিয়েই গোগ্রাসে গিলতাম। তারা ছিল কল্পনার মানুষ। যাদের দেখা যায় না। ছোঁয়া যায় না। যারা ছিল " যদি এমন হতো" মানুষ।কিন্ত এখন একটা নতুন ট্রেনড এসেছে !! যার নাম  "প্রমোশন"। যেখানে ছবি আসার আগে সেই ছবির সব অভিনেতারা জনগণের কাছে গিয়ে ভিক্ষা চইছে ( হ্যাঁ,ভিক্ষাই বলছি )।'যে ছবিটা দেখুন'।আর কিছু  অশিক্ষিত ( হ্যাঁ, অশিক্ষিই বলছি )।"

 

আরও পড়ুন: নারী শক্তির জয়ের গল্প বলতে আসছে 'দুগ্গা', নায়ক না খল নায়কের চরিত্রে দেখা যাবে ওম সাহানিকে? 

 

তিনি আরও লেখেন, "মানুষও সেই সব দেখছে..কেউ ছাউ (!) নাচছে..কেউ ঘোড়ার পিঠে চড়ছে.কেউ আবার " যা নয় তাই" করছে। সত্যিই লজ্জা করে ভাবতে যে একটা চলচ্চিত্র চালাতে, দর্শক আনতে, এইভাবে তাদের পায়ে পড়তে হবে । আগে তো এটা করতে হত না। ছবি চলতো নিজ গুনে। মানুষ ভালবেসে ছবি দেখত। ভাবতে ঘেন্না করে বড় বড় ( তথাকথিত) শিল্পীরা এই জোয়ারে গা ভাসাছেন। ভাল ছবি করুন। মানুষ ঠিক দেখবে। তার জন্য ওই লোক দেখানো প্রমোশনের কোন প্রয়োজন নেই। এটা আমার ব্যক্তিগত মতামত।"

 

 

এর আগেও বর্তমানে টলিউডের অবস্থা, টলিউডের একাধিক শিল্পী, তাঁদের বিয়ের ধরন নিয়ে নানা মন্তব্য করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। কখনও সমালোচিত হয়েছেন আবার কখনও তার কথায় সায় দিয়েছেন বহু মানুষ। এক্ষেত্রেও অনেকে লিখেছেন, পরিস্থিতি বদলে গিয়েছে, হলে ছবি মুক্তির পরই দর্শক বিভিন্ন ওটিটিতে সহজেই ছবি দেখতে পাচ্ছেন সেই কারণে হলে দর্শক টানা অত্যন্ত কঠিন। তাই সময় ও পরিস্থিতি অনুযায়ী সবকিছুই বদলাচ্ছে এবং সেটাকে মেনে নেওয়া উচিত।