নিজস্ব সংবাদদাতা: বহু অপেক্ষার পর স্টার জলসার পর্দায় ফিরছেন তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিক 'পরশুরাম: আজকের নায়ক'-এর প্রোমো এসেছিল আগেই। পুরুষকেন্দ্রিক মেগা ঘোষণা করে বেশ চমকেই দিয়েছে জলসা। ধারাবাহিকের নাম ভূমিকায় এবার নায়ক। 

 

 

'পরশুরাম' ইন্দ্রজিৎ ছাপোষা বাঙালি। চেক শার্ট আর লুঙ্গি পরে রোজের রুটিন মেনে বাজার যায় সে। পরশুরামের স্ত্রীর চরিত্রে তৃণা। যে নিজের দুই সন্তান আর সংসার নিয়ে রীতিমতো হিমশিম খায়। 

 

 

বাবা মা আর দুই সন্তান মিলে একেবারে মধ্যবিত্ত একটা সংসার। কিন্তু এর পরেই বদলে যায় ছবিটা। ইন্দ্রজিৎ-কে দেখা যায় ভরপুর অ্যাকশন করতে। সাদাসিধে বাঙালির পিছনে লুকিয়ে রয়েছে অন্য সত্তা। গল্পে ইন্দ্রজিৎ এমন কোনও কাজ করেন যা তাঁর বাড়ির লোকেরা জানে না। কী সেই কাজ? ধারাবাহিকের গল্পেই তা ক্রমশ প্রকাশ্য। তবে একদিকে যেমন সাধারণ সংসারের গল্প, অন্যদিকে তেমনই রয়েছে ভরপুর অ্যাকশন।

 

 

এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ভরত কলকে। সূত্রের খবর, এবারও নেতিবাচক চরিত্রেই নজর কাড়তে প্রস্তুত তিনি। যদিও গল্পের আঙ্গিকে তাঁর চরিত্রটি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তিনি যে পরশুরামকে বিপাকে ফেলবেন তা বলাই বাহুল্য।

 

 

প্রসঙ্গত, ১০ মার্চ থেকে প্রতিদিন রাত আটটায় দেখা যাবে 'পরশুরাম'। অর্থাৎ টিআরপিতে 'সেরার সেরা' জি বাংলার 'পরিণীতা'কে টক্কর দিতে জলসার হাতের অস্ত্র এখন তৃণা-ইন্দ্রজিতের মেগা। এবার কি রদবদল হবে টিআরপি তালিকায়?