সংবাদ সংস্থা মুম্বই: ২২ এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের পহেলগাওঁয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হওয়া জঙ্গি হামলায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। বেড়াতে, মধুচন্দ্রিমা কাটাতে আসা প্রায় ২৬ জন নিরীহ মানুষকে ধর্ম জিজ্ঞেস করে গুলি করে করে প্রকাশ্যে হত্যা করা হয়। ভয়ঙ্কর এই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন ভারত এবং পাকিস্তানের বহু অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু এবার কথায় নয়, কাজে দেখালেন অভিনেতা অতুল কুলকার্নি। মুম্বইয়ে বসে নয়, জঙ্গিদের কড়া বার্তা দিতে সরাসরি পা রেখেছেন পহেলগাওঁয়ে!

 

পহেলগাওঁ থেকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়ায় সাক্ষাৎকারে ‘রং দে বসন্তি’ ছবিখ্যাত এই জনপ্রিয় অভিনেতা বললেন, “২২ এপ্রিলের ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ... শুনেছি এখানে পর্যটকদের ৯০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। জঙ্গিরা চাইছে মানুষ যেন কাশ্মীরে না আসে। কিন্তু আমরা আসবই! এটাই আমাদের জবাব হওয়া উচিত আতঙ্কবাদের বিরুদ্ধে। জঙ্গিদের বিরুদ্ধে। আমি মুম্বইয়ে পায়ের উপর পা তুলে বসে এই বার্তা দিতে পারতাম না,  তাই এখানে এসেছি! আর আমি যদি আসতে পারি, গোটা দেশও আসতে পারবে। ভয় পেয়ে নয়, সাহস নিয়ে আসুন।”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Atul Kulkarni (@atulkulkarni_official)