সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতার নামের তালিকায় প্রথম দিকেই আসবে অভিষেক বচ্চনের নাম। নিজের অভিনয় দক্ষতার প্রমাণ 'গুরু', 'দোস্তানা', 'আই ওয়ান্ট টু‌ টক'-এর মতো একাধিক ছবিতে রেখেছেন। তবে তাঁর পরিবারেই এমন দু'জন মানুষ আছেন যাঁদের অভিনয়ের খ্যাতি বিশ্বজোড়া। প্রথমজন অভিষেকের বাবা অমিতাভ বচ্চন এবং দ্বিতীয়জন তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এবং বলাই বাহুল্য, এই দু'জনের সঙ্গে প্রতিনিয়ত তুলনা করা হয় অভিষেকের। জনপ্রিয়তা থেকে অভিনয়, প্রায় সব নিক্তিতেই। বিষয়টি কী অত্যন্ত অস্বস্তিকর? ঠিক কী মনোভাব তাঁর? এবারে মুখ খুললেন অভিষেক।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানালেন, সবসময় এই তুলনা করার বিষয়টি মোটেই সহজ নয় তাঁর কাছে। তবে, বাবার সঙ্গে তাঁর নাম তুলনা করার অর্থ 'সর্বশ্রেষ্ঠ'র সঙ্গে তুলনা করা। " আমি বিষয়টিকে এভাবে দেখি...আপনি যখন আমাকে সর্বশ্রেষ্ঠর এর সঙ্গে তুলনা করছেন, এর অর্থ আমি নিশ্চয়ই এমন যোগ্যতা অর্জন করেছি। অর্থাৎ, এরকম সব নামের সঙ্গে এক সারিতে উচ্চারণ হওয়ার মতো কাজ করেছি নিশ্চয়ই।" সামান্য থেমে তিনি আরও যোগ করেন, "আমার পরিবার, আমার স্ত্রী মানে কিন্তু এঁরা আমার-ই। আমি এঁদের সকলের জন্য অসম্ভব গর্বিত।" 

 

কথাশেষে তিনি যোগ করেন, এই ৮২ বছর বয়সে প্রতিদিন নিত্যনতুন কাজ করে যেভাবে বাবা হিসাবে তাঁকে প্রতিনিয়ত প্রেরণা জুগিয়ে চলেছেন অমিতাভ, তিনিও যেন এই বয়সে পৌঁছে তাঁর মেয়ে আরাধ্যার প্রেরণা হয়ে উঠতে পারেন। 

এইমুহুর্তে অভিষেকের রয়েছে একগুচ্ছ কাজ। রেমো ডি'সুজির 'বি হ্যাপি', অক্ষয় কুমারের সঙ্গে 'হাউজফুল ৫' এবং শাহরুখের সঙ্গে 'কিং'।