নিজস্ব সংবাদদাতা: প্রায় ১০ বছর পর পর্দায় ফিরতে চলেছে রাজ চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের পরিচালক-অভিনেতা জুটি। এই বছর স্বাধীনতা দিবসের মুক্তি পাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত, রাজ চক্রবর্তী পরিচালিত আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'বাবলি'। এই ছবির প্রচারে আবিরকে এই সময়ের উত্তম কুমার বলেন পরিচালক। শুনে কী উত্তর আবিরের?

'বাবলি' ছবিতে আবিরের লুক ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। তাঁকে নিয়ে প্রথমবার রাজ চক্রবর্তী বলেন, "আমার কাছে আবির এই সময়ের উত্তম কুমার। এটা আমি সবসময়ই বলেছি। ওঁর গালের ওই কাটা দাগ, ওঁর ব্যক্তিত্ব, সব মিলিয়ে ওঁকে আমার উত্তম কুমার বলে মনে হয় এবং আমি ওঁকেও বলি এই কথা।"

এদিন 'বাবলি'র সাংবাদিক সম্মেলনে পরিচালকের মুখে এই কথা শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও আবির বলেন, "আমার মনে হয় উত্তম কুমার একজনই। তবে ওঁর অভিনয় দেখে একটাই কথা বলতে পারি, আগে আমার ওঁর অভিনয় যতটা ভাল লাগতো, যত দিন যাচ্ছে একজন অভিনেতা হিসেবে ওঁর অভিনয়ের প্রতি আমার আরও ভাললাগা বাড়ছে।"

বহুদিন বাদে পরপর দু'টি রোমান্টিক চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে দেখতে চলেছেন দর্শক। মূলত গোয়েন্দা চরিত্রে বেশি দেখা গেলেও রোমান্টিক নায়কের চরিত্রেও অভিনেতাকে দেখতে অত্যন্ত পছন্দ করেন তাঁর অনুরাগীরা। আবিরের কথায়, "একজন অভিনেতা হিসাবে অবশ্যই সব ধরনের চরিত্র করতেই আমার ভাল লাগে। 'অ্যান্টিক হিরো'র চরিত্রে দর্শক আমায় কতটা পছন্দ করবেন তা নিয়ে প্রথমে সন্দেহ থাকলেও 'আলাপ' মুক্তির পর আমাকে ভুল প্রমাণ করেছেন তাঁরাই। তাই আশা করি 'বাবলি'র ক্ষেত্রে আরও বেশি করে ভুল প্রমাণিত হব।"