নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে বারবার অস্বীকার করলেও অবশেষে সামাজিক মাধ্যমে শার্লি মোদকের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিষেক বোস। আর কোনও লুকোচুরি নয়, প্রেম করছেন এই দুই তারকা, তা গত বছরই বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক নিজেই।
জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে শার্লি অভিষেকের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন ঠিকই তবে বাস্তবে বর্তমান প্রেমিকা তিনিই। বেশ কিছুদিন প্রেমপর্বের পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিষেক-শার্লি।
'ফুলকি'র ফ্লোরেই আইবুড়ো ভাত খেয়েছেন কয়েকদিন আগেই। আজকাল ডট ইন-কে প্রকাশ্যে সেই ছবি। এদিন, বাঙালি সাজে আইবুড়ো ভাতের আয়োজনে উপস্থিত ছিলেন অভিষেক-শার্লি। ধারাবাহিকের ফ্লোরেই বর ও কনের পক্ষ থেকে একসঙ্গেই আইবুড়ো ভাত দেওয়া হয় তাঁদের।
কবে গাঁটছড়া বাঁধছেন? জানা যাচ্ছে আগামিকালই অর্থাৎ ২৯ এপ্রিল নাকি সাতপাকে বাঁধা পড়ছেন অভিষেক-শার্লি। টালিগঞ্জের প্রিন্সটন ক্লাবে বসছে বিয়ের বাসর। কিন্তু সবটাই গোপনে সারতে চলেছেন এই জুটি। প্রেমের খবর প্রকাশ্যে আনলেও, বিয়েটা সবার আড়ালেই সারতে চান অভিষেক-শার্লি।
