সংবাদ সংস্থা মুম্বই:  সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ইউনিভার্সে এবার ঢুকছেন অভিষেক বচ্চন? আর 'জুনিয়র বচ্চন'-এর এই চরিত্রটি নাকি অনেকটা 'অ্যনিম্যাল'-এ কসাইরূপী 'আজিজ' রণবীরের মতো হতে চলেছে! রকমসকম দেখে কিন্তু সে সম্ভাবনা প্রবল বলেই মনে হচ্ছে। খুলেই বলা যাক বিষয়টা।

 

‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’, ‘অ্যানিম্যাল’— একের পর এক নিজের পরিচালিত ছবির মাধ্যমে বক্স অফিসে তোলপাড় ফেলে দেওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার টিম থেকে এবার আসছেন এক নতুন পরিচালক। তাঁর নাম শান্মুখ গৌতম ঘন্টাশালা, যিনি এবার অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি করতে চলেছেন এক অ্যাকশন থ্রিলার— আর এই ছবিতেই অভিষেককে দেখা যাবে এক কসাইয়ের চরিত্রে!

 

বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, পিপলস মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। ‘জাঠ’ দিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে এবার তাঁরা বছরের শেষের দিকে শ্যুটিং শুরু করতে চলেছে এই নতুন থ্রিলারের।

 

 

শান্মুখ এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ ও ‘অ্যানিমাল’-এর মতো ছবিতে ভাঙ্গার সহযোগী ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এবার নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তৈরি করবেন সেই ঘরানার আরও এক তীব্র, ধারালো সিনেমা।

 

মজার বিষয় হল, ‘অ্যানিম্যাল’-এর পোস্ট ক্রেডিট দৃশ্যে যেমন রণবীর কাপুরকে দেখা গিয়েছিল এক রক্তমাখা কসাই রূপে, অভিষেকের লুকও সেই একই ধাঁচে তৈরি হচ্ছে বলে খবর। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এ খলচরিত্রে অভিনয় করছেন, আর এই নতুন ছবিতে তাঁর লুক ও চরিত্র আবার নতুন করে চমকে দিতে পারে সিনেপ্রেমীদের।