সংবাদ সংস্থা মুম্বই: অভিষেক বচ্চনের বিষয়ে, তাঁর অভিনয় সত্তা নিয়ে মাঝেমধ্যেই উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় অমিতাভ বচ্চনের মুখে, লেখায়। অমিতাভের কাছে অভিষেক বচ্চন শুধু অভিনেতা নন, উত্তরাধিকার। আর সেই গর্বের প্রকাশ ঘটল বিগ বি-র সাম্প্রতিক ব্লগপোস্টে, যেখানে তিনি ছেলে অভিষেক বচ্চন-এর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালবাসা জানালেন।

 

বিগ বি লিখেছেন—"আমার ছেলে, শুধুমাত্র ছেলে হওয়ায় উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে, সে-ই আমার ছেলে হবে।"এই সংলাপ আসলে অমিতাভের বাবা  হরিবংশ রাই বচ্চন-এর একটি অমর বাণী। এই লেখার প্রতিক্রিয়ায় অভিষেক বলেন “আমার মা-বাবা আমার যেকোনো কাজে গর্বিত হবেন, যদি বুঝতে পারেন আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি। মানুষ ভুলে যায়, উনি শুধু অমিতাভ বচ্চন নন, একজন বাবা, একজন ঠাকুরদা। আমরা সবসময় নায়ক হিসেবে দেখি, কিন্তু উনি তো একজন মানুষও! আর পাঁচজন সাধারণ মানুষের মতো উনিও একজন বাবা, একজন ঠাকুর্দা। কিন্তু দর্শকের সেটা বিশ্বাস করতে কোথাও অবিশ্বাস্য লাগে, কষ্ট হয়। তাঁদের কাছে উনি শুধুই একজন মহানায়ক। আমার কথা হল...আমি ওঁর সন্তান...একজন বাবা হিসেবে আমার ব্যাপারে ওঁর যা মনে হয়, সেটা প্রকাশ করার অধিকার ওঁর আছে। এইটুকুই। ”

 

 


অমিতাভ বচ্চন আরও লেখেন—“অভিষেক বারবার এমন চরিত্র বেছে নিয়েছে যা ওকে অভিনেতা হিসেবে  চ্যালেঞ্জ করেছে। ও শুধুই অভিনয় করেনি, অভিনীত চরিত্রগুলোকে আত্মস্থ করেছে। আমার উত্তরাধিকারীর প্রতি আমার গভীর শ্রদ্ধা।” 

 

 

আগামী মাসেই ওটিটিতে মুক্তি পাচ্ছে অভিষেক অভিনীত ‘কালীধর লাপতা’। পরিচালনায় মধুমিতা। ছবিতে একজন মাঝবয়সী মানুষ, যার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, পরিবার তাকে ফেলে দিতে চায় কুম্ভমেলায়।কিন্তু নিজের শর্তে অন্তর্ধান করতে চায় তিনি। ঠিক সেই সময় জীবনে আসে ৮ বছরের রাস্তায় বেড়ে ওঠা এক সাহসী ছেলে—বল্লু। তারপর? কালীধরের জীবনযাত্রা কোন দিকে বাঁক নীল, তা নিয়েই এগোয় এই ছবি।