সংবাদসংস্থা মুম্বই: বলিউডে অন্যতম বাবা-ছেলের জুটি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। কেরিয়ারের শুরু থেকে বাবার সঙ্গে তুলনা টানা হয় অভিষেকের। যদিও বলিউডে নেপোটিজম নিয়ে বিতর্ক নতুন কিছু নয় ৷ তালিকায় রয়েছে একাধিক তারকার নাম ৷ নাম জড়িয়েছে অভিষেকেরও৷ তিনি নাকি নিজের যোগ্যতায় নয়, বরং বাবা অমিতাভের জন্যই কাজ পান বি-টাউনে ৷
কিছুদিন আগেই নেটপাড়ায় অভিষেকের স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলেছিলেন 'শাহেনশা'৷ অমিতাভ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাগ করেছিলেন৷ তাতে তুলে ধরা হয়েছিল অভিষেকের সুন্দর বলিউড জার্নি ৷ যে জার্নিতে রয়েছে 'গুরু', 'বান্টি-বাবলি', 'ধুম'-এর মতো একাধিক সুপারহিট ছবি ৷ এই ভিডিও ভাগ করে অমিতাভ বুঝিয়ে দেন অকারণে অভিষেক স্বজনপ্রীতির শিকার হয়েছেন ৷ ছেলে নিজের যোগ্যতায় কেরিয়ার গড়েছেন এই কথা আরও একবার বুঝিয়ে দিলেন অমিতাভ।
এদিকে, সমাজ মাধ্যমে ছড়িয়েছে অভিষেকের একটি মন্তব্য। 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে পরিচালক সুজিত সরকার বাবা-ছেলের জুটিকে জিজ্ঞেসা করেন, তাঁদের মধ্যে কে বেশি ভাল অভিনেতা? মজার ছলে অভিষেকের চটজলদি জবাব, 'আমি'। ছেলের কথা শুনে হাসিতে ফেটে পড়েন অমিতাভ। বলেন, "ক'জন পারেন সবার সামনে নিজের প্রশংসা করতে? এটাও শেখার বিষয়।" মঞ্চে থাকা প্রায় সবাই এই ঘটনা মজার ছলে নিলেও নেটিজেনরা অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র বচ্চনের জবাবে।
