সংবাদসংস্থা মুম্বই: ছোট থেকেই লাইম লাইটে আরাধ্যা বচ্চন। বয়স মাত্র ১৩, এখনও অভিনয় দুনিয়াতে পাও রাখেননি। তবু বিনোদন দুনিয়ার চর্চায় অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে। এবার তাঁকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ বচ্চন পরিবার।
অভিযোগ, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত নানা ভুয়ো বিভ্রান্তিকর খবর বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে। আর সেই কারণেই আদালতের দ্বারস্থ অমিতাভ বচ্চনের নাতনি।
এর আগেও ২০২৩ সালে একই অভিযোগ উঠেছিল। সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু এখনও নেটদুনিয়ায় আরাধ্যা 'গুরুতর অসুস্থ' বা 'মারা গেছেন'-এই সংক্রান্ত মিথ্যা দাবি সহ প্রতারণামূল একাধিক ভিডিও রয়েছে। অনলাইনে এখনও তাঁকে নিয়ে বেশকিছু বিভ্রান্তিকর তথ্য রয়ে গিয়েছে বলে আদালতকে জানিয়েছেন আরাধ্যা। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি বচ্চন পরিবারের। আরাধ্যার আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট গুগলকে নোটিস পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ।
