সংবাদ সংস্থা মুম্বই: তিন বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে প্রত্যাবর্তন ঘটছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ জুন, শুধুমাত্র প্রেক্ষাগৃহে।

 

এই যুগে যেখানে বেশিরভাগ ছবি মুক্তির কদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে যায়, সেখানে আমিরের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ব্যতিক্রমী ও সাহসী। আর এই কঠিন পথে তাঁকে ভরসা দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন।

 

আমির একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চেয়েছিলেন তাঁর ছবি প্রেক্ষাগৃহেই মুক্তি পাক, কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয়। এই প্রসঙ্গে আমির বলেন, “আমি সিনেমার ভক্ত, সিনেমাকে বিশ্বাস করি। তাই প্রেক্ষাগৃহেই ছবির মুক্তি চাই। এটা বড় ঝুঁকি, অনেক টাকার বিষয়। যদি প্রি-সেলস থেকে লাভ না হয় আর ছবি না চলে, তাহলে বড় ক্ষতির আশঙ্কা আছে। তবু আমি দর্শকের উপর বিশ্বাস রাখছি।”

 

তিনি আরও বলেন, ওটিটি নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে একটা বিষয় তাঁকে ভাবিয়ে তোলে—“ছবিগুলো মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই ওটিটিতে চলে যায়। তাহলে দর্শক প্রেক্ষাগৃহে যাবে কেন?”এই সিদ্ধান্তে পৌঁছতে আমির খানকে মানসিক জোর দিয়েছেন অমিতাভ বচ্চন।
“ওই দোদুল্যমান অবস্থায় অমিতাভ বচ্চন আমায় বলেছিলেন, ‘যদি সিনেমাকে সত্যিই ভালবাসো, তাহলে নিজের বিশ্বাসে অটল থাকো।’ আমি সেই কথাতেই সাহস পেয়েছি।”

 

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পার’-এর মতোই এই ছবিতেও থাকবে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। ছবির কাহিনিতে আমির খান অভিনয় করছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে তৈরি করেন একটি দল।

 

এই ছবিটি স্প্যানিশ চলচ্চিত্র ‘কাম্পিওনেস’-এর অনুপ্রেরণায় তৈরি। পরিচালনায় রয়েছেন আর. এস. প্রসন্ন। প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস। ছবিতে থাকছেন ১০ জন নতুন মুখ—আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মঙ্গেশকর।

 

এই সময়ে দাঁড়িয়ে যখন নির্মাতারা দ্রুত ওটিটির পথ নিচ্ছেন, তখন আমির খান একাই লড়ছেন হলে দর্শক ফেরাতে। তাঁর এই পদক্ষেপ শুধু নিজের ছবির জন্য নয়, গোটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক বড় বার্তা।

 

তিনি বলছেন—সিনেমাকে ভালবাসলে হলে যান। আমরা সিনেমা বানাই, শুধু দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য।সিনেমার ভবিষ্যৎ কোন পথে হাঁটবে, তা ঠিক করে দিতে পারে এই একটাই পদক্ষেপ। এবার দর্শকের পালা—তারা কি এই ডাকে সাড়া দেবে?