সংবাদ সংস্থা মুম্বই: ‘ঘায়েল’, ‘দামিনী’, ‘ঘাতক’-এর পর ফের একসঙ্গে সানি দেওল ও রাজকুমার সন্তোষী। এইবার তাঁদের জোটে যুক্ত হয়েছেন আমির খান। ফলাফল—‘লাহোর ১৯৪৭’, যা ২০২৫-এর অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে ইতিমধ্যেই চর্চায়।

 

এই ছবি প্রথমে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, বর্তমানে তা পিছিয়ে গিয়েছে। কারণ? প্রযোজক আমির খানের 'পারফেকশন মিশন'। সানি দেওলের কথায়— "ছবিটা আসছেই। শুটিংও অনেকটাই শেষ। তবে আমির সময় নিচ্ছেন, প্রতিটি ফ্রেম নিখুঁত করতে। ওর দৃষ্টিভঙ্গিটাই আলাদা।” ‘জাঠ’ ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে একথা জানান সানি। সঙ্গে আরও জানান, ‘লাহোর ১৯৪৭’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ এখন চলছে। এবং আমির খান নিজে সম্পাদনার প্রতিটি খুঁটিনাটি নজরে রাখছেন। সঙ্গে বললেন, "ও একজন অভিনেতা হয়েও প্রযোজক হিসেবে ভীষণ সিরিয়াস। আমাকে অবাক করে দিয়েছিল ছবির প্রতিটি বিষয়ের সঙ্গে ও যেভাবে জুড়ে রেখেছে নিজেকে”।

 

‘লাহোর ১৯৪৭ বড়পর্দায় ’ শুধু সানি-সন্তোষী জুটির কামব্যাক নয়, বরং বহু বছর ধরে ঘুরে বেড়ানো একটা গল্পকে বাস্তবে আনার চেষ্টা। এই বিষয়ে সানির সংযোজন, "এই গল্পটা বহু বছর ধরেই শোনানো হচ্ছিল। অনেক অভিনেতা করতে চেয়েছিলেন, কিন্তু হয়নি। গদর ২-এর সাফল্য সবকিছু সম্ভব করে তুলল।”


ছবিতে প্রধান চরিত্রে সানি দেওলের সঙ্গে থাকছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফজল ও করণ দেওল। তবে খোনোও এই ছবির মুক্তির কোনও তারিখ পাকাপাকি নির্ধারিত হয়নি, তবে প্রেক্ষাগৃহে তা আসবে ২০২৫-এর মধ্যেই।