সংবাদ সংস্থা মুম্বই: “আমি হতাশ হয়ে পড়েছিলাম, মন ভেঙে গিয়েছিল…” — ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর নিজের মানসিক অবস্থার কথা অকপটে জানালেন আমির খান। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আসছেন তিনি, এক নতুন আবেগঘন গল্প নিয়ে— ‘সিতারে জমিন পার’!”
একটা সময় গোটা বলিউডের ছিল একটাই প্রশ্ন— আমির খান এবার কী করবেন? কারণ ‘লাল সিং চাড্ডা’ যেমন প্রত্যাশা ভেঙেছিল দর্শকের, তেমনই সেটা মনও ভাঙে খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। “লাল সিং চাড্ডা’র পর আমি প্রচণ্ড হতাশায় ভুগছিলাম। ভীষণ মন খারাপ ছিল, আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। অনেকদিন পর একটা ছবি করলাম সেটাও চলল না, সেটা আমার কাছে একটা বড় ধাক্কা ছিল,” অকপট স্বীকারোক্তি আমিরের।
তিনি জানালেন, “ছবিটা আমার খুব ভাল লেগেছিল। তাই যেভাবে ৭৫ শতাংশ দর্শক কানেক্ট করতে পারেননি, সেটা মেনে নেওয়াটা কঠিন ছিল। যদিও ২৫ শতাংশ মানুষ সত্যিই খুব পছন্দ করেছেন ছবিটা— সেটা আমি জানি, তবু বাকি সংখ্যাটা উপেক্ষা করা যায় না।”
আমির বললেন, “অনেক অ্যাকশন সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। করতেও পারতাম। সবাই পরামর্শও দিচ্ছিল আমাকে অ্যাকশন ছবি-ই করার। বলা ভাল, চাপ-ই দিচ্ছিল। কিন্তু ‘সিতারে জমিন পার’-এর গল্পটা যেন আমার শিরা-উপশিরায় ঢুকে গিয়েছিল। আমি এমন একজন সৃষ্টিশীল মানুষ, যেটা একবার মনের মধ্যে ঢুকে পড়ে, সেটা না করে থাকতে পারি না।”
আবার এক ভিন্ন ধরনের গল্পে অভিনয় করছেন আমির— এইবার ‘সহকারী কোচ’ হয়ে নামছেন কোর্টে! ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল— অর্থাৎ একই ধরণের আবেগ-ভিত্তিক কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ‘সিতারে জমিন পর’।
ছবিতে আমির অভিনয় করছেন একজন বাস্কেটবল দলের সহকারী কোচ-এর ভূমিকায়। চাকরি চলে যাওয়ার পর আদালত তাঁকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়— “জেল না ৯০ দিনের কমিউনিটি সার্ভিস?” তিনি বেছে নেন দ্বিতীয় পথ। তাঁকে কোচ করা হয় বিশেষভাবে সক্ষম কিছু খেলোয়াড়দের, যারা নামছে এক কঠিন প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে।
এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে মানসিকভাবে চ্যালেঞ্জড মানুষের সংগ্রাম, সম্ভাবনা আর জয়ের গল্প। ছবিতে আমিরের সঙ্গে থাকছেন জেনেলিয়া দেশমুখ। আরও থাকছেন— নমন মিশ্র, ঋষি শাহানি, অরৌষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, বেদান্ত শর্মা, ঋষভ জৈন, আশীষ পেন্ডসে, সম্বিৎ দেশাই, সিমরান মাঙ্গেশকর এবং আয়ুষ ভানসালি। গল্পটা শুধুই খেলার নয়, প্রতিটা বাধা পেরিয়ে নিজেকে প্রমাণ করার গল্প। এই গল্পেই যেন আবার নিজের হারানো বিশ্বাস খুঁজে পাচ্ছেন আমির।
ছবিটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস এবং ২০২৫-এর ২০ জুন ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
