বলিউডের কাল্ট ছবি ‘থ্রি ইডিয়টস’। ব়্যাঞ্চো, রাজু ও ফারহানের বন্ধুত্ব, কলেজজীবন আর 'অল ইজ ওয়েল' দর্শন-২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির জাদু দর্শকমনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। তাই তো এত বছর পরও ছবিটির সিক্যুয়েল নিয়ে মাঝেমধ্যেই জল্পনা শুরু হয়। সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে, ‘থ্রি ইডিয়টস ২’ নাকি তৈরি হতে চলেছে! আর সেই খবর ঘিরেই এবার মুখ খুললেন ছবির দুই প্রধান অভিনেতা আমির খান ও আর মাধবন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আর মাধবন স্পষ্ট জানান, এই মুহূর্তে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে কোনও আলোচনা হয়নি। তাঁর মতে, ছবির তিন বন্ধুর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে আবার নতুন করে শুরু করা মোটেও সহজ নয়। সময় বদলেছে, চরিত্রগুলোর বয়স বেড়েছে, আর দর্শকের প্রত্যাশাও এখন আলাদা।
এপ্রসঙ্গে 'ফারহান' বেশ মজা করেই বলেন,“আমরা এখন আর কলেজের ছাত্র নই। তাহলে গল্পটা যাবে কোথায়? শুধু জনপ্রিয়তার জন্য সিক্যুয়েল বানানো হলে সেটা বরং ছবির ভাবনার সঙ্গেই বেমানান হবে।” তিনি আরও জানান, পরিচালক রাজকুমার হিরানি-র সঙ্গে আবার কাজ করতে তিনি আগ্রহী, কিন্তু সেটা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল হওয়াই জরুরি নয়।
অন্যদিকে, আমির খানও গুজব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বলিউডের মি. পারফেকশনিস্ট জানান, ‘থ্রি ইডিয়টস’ তাঁর কেরিয়ারের সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। ব়্যাঞ্চো চরিত্রটা আজও মানুষ মনে রেখেছে। এই ভালবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তবে বাস্তবে এখনও পর্যন্ত কেউ তাঁর কাছে ‘থ্রি ইডিয়টস’ -এর কোনও অফিসিয়াল প্রস্তাব নিয়ে আসেননি। আমিরের কথায়, “ভাল গল্প পেলে আমি অবশ্যই সিক্যুয়েল করতে চাইব। কিন্তু এখন যা চলছে, তার সবটাই গুজব।”
উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে আমির খান, আর মাধবন ও শরমন যোশীসঙ্গে অভিনয় করেছিলেন করিনা কাপুর। বন্ধুত্ব, পড়াশোনার চাপ আর নিজের স্বপ্ন বেছে নেওয়ার সাহস-এই সবকিছুকে সহজভাবে তুলে ধরেছিল ছবিটি। সেই কারণেই ‘‘থ্রি ইডিয়টস’ আজও প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রিয়।
