সংবাদসংস্থা মুম্বই: দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও-এর সঙ্গে এখনও পর্যন্ত ভাল সম্পর্ক বজায় রেখেছেন আমির খান। আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে তাই চর্চার শেষ নেই। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিন একাই ছিলেন অভিনেতা। মাঝে যদিও নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর সঙ্গে। তবে সেসব গুঞ্জনকে একেবারেই পাত্তা দেননি আমির। সম্প্রতি, নতুন প্রেমিকা গৌরী স্প্যাটকে সবার সামনে নিয়ে এসেছেন।
গৌরীর সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। জীবনে নতুন প্রেম আসায়, একেবারেই রাখঢাক করেননি তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের গলায় হঠাৎ ভাঙনের সুর শোনা গেল!
আমিরকে একাধিক বিয়ে ভাঙা প্রসঙ্গে বলতে শোনা গেল, "ভারতে আসলে আমরা বিয়েকে খুব গুরুত্ব সহকারে দেখি। যখন কারও বিয়ে ভেঙে যায় এবং বিবাহবিচ্ছেদ হয়, তখন লোকেরা এটি পছন্দ করে না। এটা আমি জানি। মানিও যে বিয়েকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।"
আমির আরও জানান যে, দু বার বিয়ে ভেঙে যাওয়া তাঁর পরিবারের জন্যও বড় ক্ষতি। অভিনেতার কথায়, "আমার পরিবারের কাছেও এটা খুব বড় একটা জিনিস। এই আমার যে বিয়ে রীনার সঙ্গে, তা ঠিকল না। কিরণের সঙ্গেও টিকল না। এটা তো আমাদের সবারই ক্ষতি। আমাদের পরিবারের জন্যও এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা খুশি নই। কিন্তু পরিস্থিতিই এরকম হয়েছে যে, এ ছাড়া কোনও উপায় ছিল না। আমি চাইলেই লোকের সামনে দেখাতে পারতাম যে, আমি আর কিরণ খুব খুশি। কিন্তু সেটা তো একটা মিথ্যে হত। একটা সময় মনে হয়েছিল সম্পর্ক গড়তে নয়, ভাঙতে বেশি দক্ষ আমি। তাই ফের বিয়ের প্রসঙ্গে অনেক ভাবনা-চিন্তার প্রয়োজন আছে বলে মনে করি।"
