সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমির খানের। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। জানা যাচ্ছে, আমিরের সেই প্রেমিকা বেঙ্গালুরু নিবাসী।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌরী নামের এক রহস্যময়ীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আমির। যদিও এই মুহূর্তে প্রেমিকাকে জনসমক্ষে আনতে নারাজ তিনি। তবে এবার নিজের জন্মদিনে প্রেমিকাকে পাপারাজ্জিদের সামনে আনবেন আমির! এমনটাই জানালেন নিজের মুখে।
বৃহস্পতিবার, পাপারাজ্জিদের সঙ্গে প্রাক জন্মদিন পালনে মাতলেন আমির। সেখানে তিনি মুখ খুললেন সদ্য শুরু হওয়া প্রেম প্রসঙ্গে। আমির জানান, তাঁরই প্রযোজনা সংস্থাতে কাজ করেন গৌরী। ছ'বছরের একটি ছেলেও আছে তাঁর। দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীর সঙ্গে যোগাযোগ আমিরের। কিন্তু একে অপরের প্রেমে পড়েছেন সদ্যই। আমির ঠিক করেছেন, জন্মদিনের পার্টিতে শাহরুখ ও সলমনের সঙ্গে গৌরীর আলাপ করিয়ে দেবেন। কিন্তু পাপারাজ্জিদের অনুরোধ করেছেন গৌরীর ছবি যেন না তোলা হয়।
