সংবাদসংস্থা, মুম্বই: "লাল সিং চাড্ডা"র পরেই বিরতি ঘোষণা করেছিলেন বলিউডের "মিস্টার পারফেকশনিস্ট"! এতদিন ব্যস্ত ছিলেন মেয়ে ইরার বিয়ে নিয়ে। অবশেষে নীরবতা ভেঙে সুখবর দিলেন আমির খান। ২০২৪ এর বড়দিনে মুক্তি পাবে তাঁর "সিতারে জমিন পর২০১৬ সালে মুক্তি পেয়েছিল "তারে জমিন পর"! এত বছর পরে আবার বড়দিনে আমির ফিরছেন সেই ছবির সিক্যুয়েল নিয়ে। মুম্বই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, "সিতারে জমিন পর একটি বিনোদনমূলক ছবি । গল্পটি আমার পছন্দ হয়েছে। ছবির শুটিং শুরু হয়েছে। এর পাশাপাশি, কয়েকটি ছোট চরিত্রেও দেখতে পাবেন আমাকে । দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেখায় তা দেখা যাক।" মূলত বড়দিনেই ছবি রিলিজ করেন অভিনেতা। বিরতির পরেও বজায় রাখলেন সেই পবলিউডে গুঞ্জন এই বছর আমির খানের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। তিনিও কী এই ছবিতে থাকছেন? সেই নিয়ে বলিউডে শুরু হয়েছে জল্পনা।আমিরের প্রত্যাবর্তনে খুশি তাঁর অনুরাগীরা। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। কেউ কেউ মন্তব্য করে বলেছেন, "এত দিন অপেক্ষা করতে হবে?" ২০১৬ সালের "তারে জমিন পর" নজর কেড়েছিল তার ব্যতিক্রমী গল্পের গুণেই। সিক্যুয়েলেও তেমন কিছু ম্যাজিক আশা করছেন দর্শক। এই অপেক্ষার ফল কী হবে? তা বলবে সময়।
