শুরু হল ৫৬তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৫। বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোয়ার রাজধানীতে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ছিল ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, গান, নাচ ও চলচ্চিত্রের অনবদ্য মেলবন্ধন চোখে পড়ার মতো। রঙিন আলো, ঐতিহ্যবাহী সুর আর দেশজ নৃত্যের ছন্দে গোটা উদ্বোধনী পরিবেশ যেন এক বিশাল কার্নিভালে পরিণত হয়।

এবারের উৎসবের প্রথম চমক ছিল উদ্বোধনের অভিনব রীতি। প্রচলিত লাইটিং ল্যাম্পের বদলে গোয়ার রাজ্যপাল পু্ষপতি অশোক গজপতি রাজু এবং মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত যৌথভাবে একটি তুলসী গাছে জল দিয়ে উৎসবের সূচনা করেন। পরিবেশ সংরক্ষণ ও স্থায়ী উদ্যোগের বার্তা দিতেই আয়োজকদের এমন নতুন পদক্ষেপ।

উদ্বোধনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কার্নিভাল-স্টাইল শোভাযাত্রা, যেখানে বিভিন্ন প্রোডাকশন হাউস সিনেমা–অনুপ্রাণিত চমৎকার ট্যাবলো উপস্থাপন করে। বিশেষভাবে নজর কাড়ে এনএফডিসি–র ৫০ বছরের যাত্রাপথ তুলে ধরা ট্যাবলোটি। এতে 'জানে ভি দো ইয়ারো', 'দ্য লাঞ্চবক্স', 'সালাম মুম্বাই' সহ বহু বিখ্যাত ছবির পোস্টার প্রদর্শিত হয়। পাশাপাশি মহাবতার নারসিংহকে উৎসর্গ করা আরেকটি মনোমুগ্ধকর ট্যাবলো দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত বলেন, "গোয়া ভারতের সবচেয়ে বেশি পছন্দের শুটিং গন্তব্যস্থল।" তিনি উল্লেখ করেন যে বিশ্বমানের অবকাঠামো, নিরাপদ পরিবেশ, পর্যটন-বান্ধব অবস্থা এবং ‘ফিল্ম ফাইন্যান্স স্কিম’ ও ‘সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স’-এর মতো সুবিধা গোয়াকে চলচ্চিত্র নির্মাতাদের প্রথম পছন্দে পরিণত করেছে। তিনি আরও বলেন, ভারত এখন সৃজনশীলতার বিশ্বমঞ্চে নেতৃত্ব দিচ্ছে এবং আইএফএফআই সেই সেতু যেখানে দেশের তরুণ প্রতিভারা বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে পারেন।

প্রথমবার আইএফএফআই-তে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল গজপতি রাজু। এই আন্তর্জাতিক উৎসবের ব্যাপকতা নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, এ বছর ৮৪টি দেশের ২৭০টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, যা দর্শকদের জন্য এক বিশাল সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠবে। পাশাপাশি তিনি প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরকে স্মরণ করে বলেন, আইএফএফআই-কে গোয়ায় স্থায়ী করে যাওয়ার কৃতিত্ব তাঁরই।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল ব্রাজিলিয়ান নির্মাতা গ্যাব্রিয়েল মাসকারো পরিচালিত 'দ্য ব্লু ট্রেইল'–এর প্রদর্শনী, যা বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫–এ গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে আইএফএফআই ২০২৫। ওই দিনে হবে জমকালো সমাপনী অনুষ্ঠান। অন্যদিকে, ২০ নভেম্বর শুরু হয়েছে ওয়েভস ফিল্ম বাজার, যা শেষ হবে আগামী ২৪ নভেম্বর।