ছোটবেলা থেকেই সংগ্রামকে সঙ্গী করে বড় হয়ে ওঠা রাঙামতির। তাই বিপদের মোকাবিলা করতে কিছুতেই পিছুপা হয় না সে। বিয়ের পরেও একার লড়াইয়ের ফলে নানা ষড়যন্ত্রের মুখ থেকে ফিরে আসে সে। তবে এবার বিপদ আরও বড়! বিপাকে পড়ে নাজেহাল রাঙা। একলব্যও পারে না তাকে উদ্ধার করতে। গল্পে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। প্রথমে একলব্যর সঙ্গে বনিবনা না থাকলেও রাঙ্গাকে কখনও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি একলব্য। এদিকে, নামী তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখে রাঙ্গা। তাই বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। কিন্তু পরিবারের অনেকেই তার ভাল চায় না। তাই নানাভাবে রাঙাকে বিপদের মুখে ফেলতে চায় তারা। এতদিন সব বিপদে রাঙার পাশে থেকেছে একলব্য। যতই ঝড় আসুক তাদের জীবনে, সে কিছুতেই রাঙার হাত ছেড়ে যায়নি। 

 


এবার চ্যাম্পিয়নশিপ খেলতে প্রস্তুত রাঙামতি। এর মধ্যেই বৃন্দার ষড়যন্ত্রে আটকে পড়ে সে। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যায়, অজ্ঞান হয়ে পড়ে আছে রাঙা। চারপাশে আগুন জ্বলছে। ঠিক এই সময় কার্বন ডাই অক্সাইডের তৈরি বল ছুড়ে আগুন নিভিয়ে দেয় কম্পাস। কম্পাসকে দেখে মনে জোর পায় একলব্য। 

 

কম্পাস নিজের তৈরি ফ্লাইং বোট নিয়ে উড়ে যায় রাঙার কাছে‌। রাঙামতিকে উদ্ধার করে নিয়ে আসে সে। কম্পাস তাকে উদ্ধার করলেও চ্যাম্পিয়নশিপে রাঙাকেই লড়তে হবে দেশের হয়ে। রাঙা কি পারবে সবার মুখ রাখতে? এবার তো কম্পাসের সাহায্যে বেঁচে ফিরল সে, এরপর কী হবে? নতুন প্রোমোতে এইসব প্রশ্নের ছাপ রেখে গেল ধারাবাহিক। উত্তরের জন্য অপেক্ষা আগামী পর্বের। 

 


এদিকে, এই প্রোমো দেখে সমাজমাধ্যমে শুরু হয়েছে কটাক্ষ। নেটিজেনদের একাংশ কম্পাস ও রাঙামতির যুগলবন্দি কিছুতেই মেনে‌ নিতে পারেনি। কম্পাসের উড়ন্ত বোট দেখে কটাক্ষের তির ছুড়েছে নেটিজেনরা। অন্যদিকে, রাঙাকেও দেশের হয়ে প্রতিযোগীতা লড়তে দেখে নানা কটাক্ষ করেছেন নেটিজেনরা। যদিও স্টার জলসার দুই নায়িকার বিপদের মোকাবিলা করাটা পছন্দও করেছেন অনেকে। 

 


প্রসঙ্গত, 'রাঙামতি তীরন্দাজ' ও 'কম্পাস' দুই ধারাবাহিকই টেন্ট সিনেমার প্রযোজনায় সম্প্রচারিত হচ্ছে। এই দুই ধারাবাহিকের মধ্যে রাঙামতিকে টিআরপি তালিকার প্রথম পাঁচে প্রতি সপ্তাহেই থাকতে দেখা যায়। অন্যদিকে, কম্পাস ও বিহানের গল্প দর্শকের ভালবাসায়, রেটিং চার্টে এক থেকে দশের মধ্যে দেখা যায়। এবার গল্পের মোড়ে দুই নায়িকার মেলবন্ধন টিআরপিতে আরও নম্বর বাড়বে কিনা সেটাই দেখার।