আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের জীবনকে সঠিকভাবে বাছাই করে চলতে হয় তাহলে সবার আগে দরকার সঠিক এসআইপিতে বিনিয়োগ। সেই ধারণা প্রথম থেকেই স্পষ্ট থাকা দরকার।


যদি মাসে ৫ হাজার টাকা করে এসআইপিতে বিনিয়োগ করতে পারেন আর সেখানে যদি সুদের হার ১২ শতাংশ করে হয় তাহলে ১৫ বছরে আপনার করপাস হবে ২৫ থেকে ২৩ লাখ। সেখানে আপনার বিনিয়োগ হবে ৯ লাখ। সুদ পাবেন ১৬.২৩ লাখ টাকা।


যদি মাসে ১০ হাজার টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ৭.৫ বছরে আপনি পেতে পারেন ১৪.৬৩ লাখ টাকা। সেখানে আপনার বিনিয়োগ হবে ৯ লাখ টাকা। সুদ পাবেন ৫.৬৩ লাখ টাকা। 


যদি মাসে ১৫ হাজার টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার করপাস হবে ১২.৩৭ লাখ টাকা। আপনার বিনিয়োগ হবে ৯ লাখ টাকা। সুদ পাবেন ৩.৩৭ লাখ টাকা।

 


এসআইপি মানেই হল দীর্ঘসময় ধরে আপনাকে বিনিয়োগ করে যেতে হবে। তাহলেই সেখান থেকে একটি সময় পর ভাল টাকা হাতে আসবে। তবে যদি মনে করেন কম সময়ের মধ্যে আপনি বেশি টাকা আয় করতে চান তাহলে এসআইপি আপনার জন্য সঠিক পদক্ষেপ হতে পারে না। বাজার অনেক সময় ওঠানামা করতে থাকে। সেখানে যদি নিজে যদি অপেক্ষা না করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভাল রিটার্ন পাবেন না। 

 


তবে আরেকটা কথা মনে রাখবেন। যদি আপনি এখানে বিনিয়োগ করতে চান তাহলে সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করতে পারেন। যদি সেখানে কোনও সমস্যা তৈরি হয় তাহলে আপনি বিশেষজ্ঞর সহায়তা নিতে পারেন। তবে সেটা যদি না করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। যেটাই করবেন নিজে চিন্তাভাবনা করে করবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। তাই যে সিদ্ধান্ত নেবেন সেটা নিজে ভেবে তবেই নেবেন।