আজকাল ওয়েবডেস্ক: ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে ইউপিআই লেনদেনের পরিমাণ ও সংখ্যা—দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বছরওয়ারি ভিত্তিতে লেনদেনের পরিমাণে ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ২৬.৩২ লক্ষ কোটি টাকায়। একই সময়ে লেনদেনের সংখ্যায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে তা হয়েছে ২০.৪৭ বিলিয়ন।
দৈনিক ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যায়, নভেম্বর মাসে প্রতিদিন গড়ে ৬৮২ মিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে। প্রতিদিনের লেনদেনের আর্থিক পরিমাণও ছিল শক্তিশালী—গড়ে ৮৭,৭২১ কোটি টাকা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহার এবং স্মার্টফোন-ভিত্তিক লেনদেনের প্রসার এই উত্থানের প্রধান কারণ বলে বিশ্লেষকদের মত।
অক্টোবরের তুলনায়ও ইউপিআই লেনদেন নভেম্বর মাসে বৃদ্ধি পেয়েছে। অক্টোবর মাসে যেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭.২৮ লক্ষ কোটি এবং মোট লেনদেন ছিল ২০.৭০ বিলিয়ন, সেখানে নভেম্বর মাসে সংখ্যায় ২৫ শতাংশ এবং অঙ্কের বিচারে ১৬ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।
গ্রামে নগদ উত্তোলনে সহায়ক—আধার এনাবলড পেমেন্ট সিস্টেম (AePS)
NPCI পরিচালিত আরেকটি গুরুত্বপূর্ণ পরিষেবা হলো আধার-সক্ষম পেমেন্ট সিস্টেম (AePS)। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ ভারতের নাগরিকরা স্থানীয় আধার সেন্টার বা ব্যাঙ্ক-মিত্র পয়েন্ট থেকে শুধুমাত্র আধার নম্বর এবং বায়োমেট্রিক যাচাই ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারেন।
নভেম্বর মাসে AePS-এর মাধ্যমে মোট ২৮,৪২৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা বছরওয়ারি বিবেচনায় ১৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। লেনদেন সংখ্যার ভিত্তিতে দেখা যায়, নভেম্বর মাসে ১০৮ মিলিয়ন AePS ট্রানজ্যাকশন সম্পন্ন হয়েছে—যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
ইউপিআই এখন ইউরোপের পথে
ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আন্তর্জাতিক বিস্তারে নতুন অধ্যায় শুরু হয়েছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আলোচনার পর ভারত এখন ইউরোপের TIPS (TARGET Instant Payment Settlement) সিস্টেমের সঙ্গে ইউপিআই সংযোগের বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং NPCI International Payments Limited (NIPL) যৌথভাবে এই আন্তর্জাতিক সংযোগের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। RBI জানিয়েছে, তারা ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে দুই পক্ষের প্রযুক্তিগত সমন্বয়, ঝুঁকি এবং নিষ্পত্তি ব্যবস্থাকে সঠিকভাবে কার্যকর করা যায়।
TIPS হল ইউরো অঞ্চলের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর যৌথভাবে পরিচালিত তাৎক্ষণিক অর্থপ্রদানের একটি পরিষেবা, যার মাধ্যমে সেকেন্ডের ভগ্নাংশে ইউরোপজুড়ে লেনদেন সম্পন্ন করা যায়। অন্যদিকে NIPL হল NPCI-র আন্তর্জাতিক শাখা, যারা ইউপিআই-কে বিদেশে ছড়িয়ে দিতে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, ইউপিআই–TIPS সংযোগ কার্যকর হলে ভারতীয় পর্যটক, ব্যবসায়ী এবং প্রবাসী ভারতীয়দের লেনদেন আরও সহজ হবে এবং আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্টে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে।
