আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল যুগের ওপর ভর দিয়ে উন্নতির দিকে এগিয়ে গেলেও ভারতের কাছে খারাপ খবর। পিরিওডিক লেবার ফোর্স সার্ভের একটি রিপোর্ট থেকে দেখা গিয়েছে ভারতের বেকারত্বের হার বাড়ছে হুহু করে।


এই রিপোর্ট থেকে দেখা গিয়েছে ভারতে এপ্রিল মাস থেকে শুরু করে মে মাসে বেকারত্বের হার বেড়েছে ৫.৬ শতাংশ। দেশের বিভিন্ন গ্রামে এই বেকারত্বের হার আরও খারাপ দিকে। সেই তালিকায় পুরুষ-মহিলা উভয়েই রয়েছে।


এই রিপোর্ট থেকে দেখা গিয়েছে বেকারত্বের হার গ্রামের দিকে সবথেকে বেশি। সেখানে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ১৩.৭ শতাংশ। এটি এপ্রিল মাসে ছিল ১২.৩ শতাংশ। গ্রামের তরুণ সমাজ কাজের অভাবে হাহাকার করছেন। ফলে সেখান থেকে তারা ভিনদেশে পর্যন্ত পাড়ি দিতে পিছুপা হচ্ছেন না। যদিও শহরে এই হার বেশ কম। তবে তা নিয়ে চিড়ে ভিজছে না।


এখন রবি ফসলের সময় শেষ হয়েছে। সামনে ফের একবার বড় চাষের সিজন রয়েছে। তবে তার মধ্যে গ্রামের মানুষদের কাছে চাষের বিকল্প বলতে কিছুই নেই। গ্রামের ঘরে ঘরে তরুণ সমাজ নিজের গ্রাম ছেড়ে অন্য শহরা বা প্রয়োজন হলে বিদেশের মাটিতে গিয়েও কাজ করার দিকে জোর দিচ্ছেন। 


লেবার ফোর্স পার্টিসিপেশন রেট মে মাসে এসেছে ৫৪.৮ শতাংশ। সেখানে এপ্রিল মাসে ছিল এটি ৫৫. ৬ শতাংশ। যেখানে গ্রামের প্রতিটি দিকে উন্নতির জোয়ার বয়ে যাচ্ছে সেখানে এই নতুন তথ্য একেবারে চমকে দেওয়ার মতোই। 


যদিও হিসেব থেকে দেখা গিয়েছে গ্রামে মহিলাদের কাজের শতাংশ পুরুষদের তুলনায় অনেকটা কম। যেখানে পুরুষদের কাজের হার ৫.৬ শতাংশ সেখানে মহিলাদের কাজের হার প্রায় ৫.৮ শতাংশ। গ্রামের দিকের মহিলারাও পুরুষদের তুলনায় অনেক বেশি কাজ পাচ্ছেন।  


এই তথ্য প্রকাশিত হয়েছে ইন্ডিয়া টুডের একটি প্রবন্ধে। সেখান থেকেই দেখা যাচ্ছে গ্রামে উন্নতি হলেও সেখানে বেকারত্বের জ্বালা কিন্তু কমছে না। যেভাবে শহরের মানুষ উন্নতি করছেন সেই তুলনায় গ্রামের অর্থনীতি বিকশিত হচ্ছে না। গ্রামের শিক্ষিত যুবক-যুবতীরা তাই কাজের খোঁজে সেই শহরে বা ভিন দেশে পাড়ি দিচ্ছেন নিরুপায় হয়েই।